মালদহ: মানিকচক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস (Congress) প্রার্থীর উপর হামলা। আক্রান্ত দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরিও। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে রবিবার রণক্ষেত্র হয়ে ওঠে ইংরেজবাজার এলাকা।
আরও পড়ুন: দুবরাজপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল
ভোট আবহে রাজ্যে বিক্ষিপ্ত হিংসার ছবি উঠে আসছে। বিশেষ করে প্রচারে বেরিয়ে রোজই আক্রান্ত হওয়ার অভিযোগ তুলছেন বিরোধী শিবিরের প্রার্থীরা। মানিকচক বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে মোত্তাকিন আলমকে। রবিবার প্রচারে বেরিয়েছিলেন তিনি। প্রচারে ছিলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরিও।
আরও পড়ুন: চতুর্থ দফার ভোটের দিন কমিশনের বিজ্ঞাপণে ‘অমর জওয়ান জ্যোতি’! উঠছে নানা প্রশ্ন
মানিকচক বিধানসভার ইংরেজবাজারের নগরিয়া গ্রামে প্রচার মিছিল পৌঁছতেই একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনে যাবে তারা। ফুলবাড়িয়া অঞ্চলের তৃণমূল প্রধান শেখ জাহিদুলের নেতৃত্বে এই হামলা হয় বলে কংগ্রেসের দাবি। যদিও শাসকশিবির এই অভিযোগ অস্বীকার করেছে।