মালদা: বিজেপির বুথ সভাপতিকে লক্ষ্য করে চলল গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন প্রভাত টুডু নামে ওই বিজেপি নেতা। মালদা থানার ভাবুক এলাকার ঘটনা। দুষ্কৃতীরা পলাতক।
বৃহস্পতিবার গভীর রাতে মালদা থানার ভাবুক এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির সামনে দুই বাইক আরোহী এসে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে একটি বাইক এসে দাঁড়ায় প্রভাত বাবুর বাড়ির সামনে। প্রভাত বাবু এগিয়ে এসে জিজ্ঞসা করলে বাইক আরোহীরা জানায় তাদের বাইকের তেল শেষ হয়ে গিয়েছে। সেই শুনে প্রভাতবাবু পরিচয় জানতে চান। তখনই গুলি চালায় দুষ্কৃতীরা।
প্রভাত টুডু জানিয়েছেন, দুষ্কৃতীদের চেনেন না তিনি। তিনি বলেন, ‘দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় জানা নেই, তবে ভোটের আগে থেকে হুমকি দেওয়া হচ্ছিল।’ তাঁর দাবি, তৃণমূল নেতারা দলবদলের জন্য চাপ দিয়েছিল।
অন্য দিকে, জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, ‘সবসময় তৃণমূলকে দোষ দেওয়াটাই রীতি হয়ে উঠেছে। এই ঘটনায় তৃণমূলের কোনও দায় নেই। বিজেপির অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ধরনের ঘটনা ঘটছে।