BSF: ‘আমবাগানেই লুকিয়ে ওরা…’ আশঙ্কা ছিলই, ওপার থেকে উড়ে আসতে শুরু করেছে গুলি, হচ্ছে হামলা, ভয় বাড়ছে সীমান্তে
BSF: পুরুষ প্রবেশকারীদের দিক থেকেও গুলি চলেছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। গুলির আওয়াজ শুনে সীমান্তে প্রহরারত অন্যান্য জওয়ানরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বাংলাদেশের দিকেই।
মালদহ: ফের মালদহ। কেদারিপাড়া বর্ডার আউট পোস্ট সংলগ্ন অংশে অনুপ্রবেশে বাধা দিয়ে আক্রান্ত হলেন এক মহিলা জওয়ান। বিএসএফ সূত্রে খবর, ধারাল অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে অনুপ্রবেশকারীরা হামলা করল মহিলা জওয়ানের উপরে। শুধু অনুপ্রবেশ নয়, দুষ্কৃতীদের সঙ্গে ছিল বেশ কয়েকটি গরুও। একজন মহিলা জওয়ানকে সামনে পেয়ে প্রায় ১০-১৫ জন দুষ্কৃতী হামলা করে এবং অনুপ্রবেশে চেষ্টা করে। বাধা দিলে দুষ্কৃতীরা হামলা করে। পাল্টা ওই জওয়ান আত্মরক্ষার স্বার্থে পরপর গুলি চালায়।
পুরুষ প্রবেশকারীদের দিক থেকেও গুলি চলেছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। গুলির আওয়াজ শুনে সীমান্তে প্রহরারত অন্যান্য জওয়ানরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বাংলাদেশের দিকেই। বাংলাদেশ অস্থির পরিস্থিতির মধ্যেই সীমান্তের বিভিন্ন অংশ থেকে অনুপ্রবেশে চেষ্টা করছেন দুষ্কৃতীরা। বারবার জওয়ানরা অস্ত্র হাতে থাকা দুষ্কৃতীদের হাতে হামলা শিকার হচ্ছেন। সাময়িকভাবেই বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা বেড়ে যাওয়ায় কিছুটা হলেও সীমান্ত সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সীমান্তরক্ষী বাহিনী।
এদিকে, মালদহে সীমান্ত এলাকার দাবি, আমবাগান জঙ্গলে লুকিয়ে রয়েছে অন্তত ৮ জন জামাত জঙ্গি। যে-কোনও সময় নদী পেরিয়ে ভারতে ঢুকে পড়ার অপেক্ষায় তাঁরা। ওপারে দলে দলে তাঁরা জড়ো হচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ড জঙ্গিদের সাহায্যই করছে। বিস্ফোরক দাবি গ্রামবাসীদের। আতঙ্কে তাঁরা রাত জাগছেন। গ্রাম পাহারা দিচ্ছেন।
এত মহিলা বলেন. “আমাদের এখানে কাঁটা তার নেই। বিএসএফ ভাল পাহারা দিচ্ছে। কিন্তু রাত হলে সাঁতরেই ঢুকে যাওয়া যাবে সহজে। এর মধ্যেই ৭-৮ জন সাঁতরে ঢুকে পড়েছে ভারতে। আম বাগানে লুকিয়ে রয়েছে ওরা। আমরা খবর পেয়েছি। জঙ্গিরাও ঢুকে যেতে পারে।” আরেক মহিলাও বললেন সেকথা। তিনি বললেন, “বিএসএফ তো সব সময় পাহারা দিতে পারছেন না। ফাঁক তালেই সাঁতরে ঢুকে পড়তে পারে জঙ্গি। আমরা ভয়েই রয়েছি।” গ্রামের একটা বয়স্ক ব্যক্তি বললেন, “এমনিই এই এলাকা থেকে প্রচণ্ড গরু পাচার হয়। সঙ্গে আরও কী কী পাচার হয়, কী বলব।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)