Child harassment: কোলের শিশুকে ধর্ষণ! মুখ বন্ধে পরিবারকে ‘অল্প কিছু’ দেওয়ার নিদান

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 27, 2021 | 12:54 PM

Crime: অভিযুক্তের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েই বিষয়টিকে দফারফা করতে বলা হয়।

Child harassment: কোলের শিশুকে ধর্ষণ! মুখ বন্ধে পরিবারকে অল্প কিছু দেওয়ার নিদান
মালদায় শিশুকে ধর্ষণ (প্রতীকী চিত্র)

Follow Us

মালদা: প্রথমে শিশুকে ধর্ষণ। আর তারপর শিশুর পরিবারকে ‘মুখ বন্ধের’ নিদান এলাকার মাতব্বরদের। এক বিংশ শতকে দাঁড়িয়ে ঠিক এই রকমই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এই রাজ্য।

ঘটনাটি দু’দিন আগের। মালদার (Malda)। সেখানে বছর তিন বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে গ্রামেরই এক বাসিন্দার বিরুদ্ধে। ঘটনার পর থেকে যন্ত্রণায় ক্রমশ অসুস্থ হয়ে পড়তে শুরু করে শিশুটি। এরপর সন্দেহ হয় বাচ্চাটির মায়ের। বিষয়টি নিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতেই সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায়। এমনকী বাচ্চাটি অভিযুক্তকে চিহ্নিত করে ফেলে।

এরপরই বেরিয়ে আসে সমাজের কুৎসিত চেহারা। শিশুটির পরিবার অভিযুক্তের শাস্তি দাবি চেয়ে বিক্ষোভে বসে। যার কারণে গ্রামে বসে সালিশি সভা। সেখানে অভিযুক্তের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েই বিষয়টিকে দফারফা করতে বলা হয়। সঙ্গে নির্যাতিতার পরিবারকে কিছু টাকা দিয়ে চুপ করে থাকতে বলা হয়। কিন্তু শিশুটির পরিবার সেই নির্দেশ মেনে নেয়নি।

যার কারণে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে ওই গ্রামের মাতব্বরা। বাধ্য হয়ে গ্রাম ছাড়া হয়ে যায় নির্যাতিতার পরিবার। তাঁরা পাশের গ্রামের এক আত্মীয়র বাড়িতে গিয়ে ওঠে। পাশাপাশি ঘটনার বিষয়ে থানায়ও জানায়। এদিকে, আত্মীয়র বাড়িতে ঘটনার বিবরণ শুনে সেখানকার প্রতিবেশীরা একজোট হয়ে অভিযুক্তের বাড়িতে চড়াও হওয়ার চেষ্টা করে। কিন্তু অভিযোগ মাঝপথেই পুলিশ তাদের আটকে দেয়। আর এই ফাঁকে অভিযুক্তরা এলাকা ছাড়া হয়ে যায়।

উল্লেখ্য, কয়েকমাস আগে শিশুকে ধর্ষণের ঘটনা সামনে আসে উত্তর প্রদেশ থেকে। উত্তরপ্রদেশের মাউ জেলায় এই ঘটনা ঘটে। যার কারণে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধর্ষিত শিশুর বয়স মাত্র দেড় বছর। ঘটনার নিন্দা করেছেন একাধিক মানুষ। ছোট্ট শিশুকন্যাকে চকলেট দেওয়ার লোভ দেখানো হয় বলে অভিযোগ।

এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। অন্যদিকে, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। অভিযুক্তর বিরুদ্ধে মামলা করেছে শিশুর পরিবারের লোকজন। জানা গিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল।

পুলিশকর্তা পি সুশীল চন্দ্রভান ঘুলে ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি সবটা খতিয়ে দেখেন। দোষ প্রমাণিত হলে ওই ব্যক্তির কড়া শাস্তি হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: Alapan Bandyopadhyay: CAT-এর প্রিন্সিপ্যাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা আলাপনের, আজই শুনানি

আরও পড়ুন: Dilip Ghosh: ফের নজরে স্বাস্থ্য সাথী, ‘ওই সব কিছুই ভাঁওতা’ কটাক্ষ দিলীপের

Next Article