মালদা: বাড়িতে একাই থাকতেন দম্পতি। সন্তান নেই তাঁদের। তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘরেরই একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গোটা বিষয়টির খবর পেয়ে চাঞ্চল্য তৈরি হয় এলাকা।
মালদার চাঁচলের কলিগ্রাম এলাকার ঘটনা। মৃতদের নাম যোগেন রক্ষিত (৫২) ও সোনামণি রক্ষিত (৪৩)। স্থানীয় সূত্রে খবর, যোগেনবাবু জমির ব্যবসা করতেন। তাঁরা নিঃসন্তান। কলিগ্রামে পৈতৃক পুরোনো বাড়িতে বসবাস করতেন তাঁরা। ওই বাড়িরই একটি পরিত্যক্ত ঘরে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। এরপর যোগেনবাবুদের বাড়িতে এসে প্রতিবেশীরা তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে আত্মীয়দের খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় চাঁচল থানাতেও।
পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে থাকতেন তাঁরা। পাড়-প্রতিবেশীদের সঙ্গে তেমন অর্থে যোগাযোগ রাখতেন না। তবে কেন এমন আত্মহত্যা তা নিয়ে ধন্দে খোদ পুলিশও।
সুমিত্রা সাহা নামে বৃদ্ধ দম্পতির ভাগ্নি বলেন, ‘সকাল থেকে লোকজন বলছে যে এখানে মারা গিয়েছে। আমরা নিশ্চিত হতে পারছিলাম না। পরে শুনলাম একজন স্বামী ও স্ত্রী মারা গিয়েছে। গিয়ে শুনলাম আমার কাকুদাদু মারা গিয়েছে। ওদের স্বামী-স্ত্রীর ভীষণ মিল ছিল। সামনের ঘরে ওরা আত্মহত্যা করেন। এর বেশি কিছু জানি না।’ সৌমেন রায় চৌধুরী নামে স্থানীয় বাসিন্দা বলেন, ‘কিছুই দেখিনি। শুনলাম একজন বয়স্ক দম্পতি মারা গিয়েছে। লোক মুখে শুনেছি প্রচুর টাকা দেনা রয়েছে। দীর্ঘদিন থেকে শুনেছি বাইরে থেকে তালা দেওয়া থাকত। পরে শুনি বাড়ির ভিতরেই থাকত ওরা।’ ছোটন রক্ষিত বৃদ্ধ দম্পতির ভাগ্না বলেন, ‘আমার নিজের কাকু হয়। পুলিশ এসে বলল আপনাদের আত্মীয় মারা গিয়েছে। এর বেশি কিছুই বলতে পারব না। কারণ আমাদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।’