Malda: মালদহে বাড়িতেই বরফ দিয়ে ছেলের মরদেহ আগালাচ্ছেন বাবা, কেন জানেন?
Student suicide: গত বৃহস্পতিবার মালদহের মানিকচকের বেসরকারি স্কুলের হস্টেল থেকে অষ্টম শ্রেণির ছাত্র শ্রীকান্ত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী ভাবে এই ঘটনা ঘটল তিন দিন অতিক্রম হয়ে গেলেও এখনও তা জানা যায়নি।

মালদহ: সৎকার না করে বরফ চাপা দিয়ে ঘরের মধ্যেই মৃত ছেলেকে আগলে বাবা। যতক্ষণ না পর্যন্ত ছেলের মৃত্যুর আসল কারণ জানা যাবে ততক্ষণ সৎকার করা হবে না বলে জানালেন তিনি।
গত বৃহস্পতিবার মালদহের মানিকচকের বেসরকারি স্কুলের হস্টেল থেকে অষ্টম শ্রেণির ছাত্র শ্রীকান্ত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী ভাবে এই ঘটনা ঘটল তিন দিন অতিক্রম হয়ে গেলেও এখনও তা জানা যায়নি। এর জেরেই ক্ষোভ উগরে দিয়েছে পরিবার। সৎকার্য করা হল না মৃতদেহর। বাড়িতেই বরফ দিয়ে দেহকে সংরক্ষণ করে রাখা হয়েছে।
তের বাবা প্রেম কুমার মণ্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি সঠিক ময়না তদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত দেহ সৎকার্য হবে না। ময়না তদন্তের রিপোর্টে কোনও রকম গাফিলতি হলে আবার ময়না তদন্ত করতে হবে বলে দাবি তাঁদের। ইতিমধ্যেই নাবালকের বাবা প্রেম কুমার মণ্ডল শুক্রবার রাতেই মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন ওই স্কুলের মালিক সাজির হোসেনের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। প্রেম বলেন, “আমরা এখনও পর্যন্ত সঠিক বিচার পাইনি। সেই কারণে এসেছিলাম আইসির কাছে। স্যর বলেছেন উচিত বিচার দেবেন। আমরা চাইছি হেডমাস্টারকে শিক্ষা দেওয়া হোক। আমার সন্দেহ ছেলেকে নিশ্চয়ই এমন মেরেছে তাই ওর মৃত্যু হয়েছে।”





