মালদহ: ইডি, সিবিআই দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না, মালদহের দলীয় কর্মসূচি থেকে সরব ফিরহাদ হাকিম। রবিবার ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল মালদহে। সেখান থেকেই ফিরহাদ বলেন, “আমরা স্ট্রেট ব্যাটে খেলি। কোনও কারচুপি নেই। আমি একবার অ্যারেস্ট হয়েছি। আমার বাড়িতে প্রায়ই রেইড হয়। প্রায়ই রেইড হয়। কোনও অন্যায় করিনি জীবনে।”
২০২১ সালে নারদকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন ফিরহাদ হাকিম। জামিনে মুক্ত হন তিনি। ২০২৩ সালের অক্টোবর মাসে ফিরহাদের চেতলার বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। ৯ ঘণ্টা ৪২ মিনিটের তল্লাশি শেষে কেন্দ্রীয় তদন্তকারীরা বেরিয়ে যাওয়ার পর ফিরহাদ বলেছিলেন, “আমি কি চোর? বারবার আমাকে, আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। শোনা গিয়েছিল, সেই হানা পুরনিয়োগ দুর্নীতি মামলায়।
রবিবার মালদহের কর্মসূচি থেকে ফিরহাদ হাকিম বলেন, “ওরা ভাবছে শুভেন্দুকে যদি পাল্টি করাতে পারি, ববিকে কেন পাল্টি করাতে পারব না? কিন্তু আমি যে উপরওয়ালা ছাড়া আর কারও কাছে মাথা নত করি না। ওদের সিবিআই, ইডি তো করতেই হবে। পায়ের তলায় তো মাটি নেই। টিভিতে বেঁচে আছো। টিভিতে না দেখালে তো কেউ মনেও রাখবে না।”