মালদা: কয়েকদিন ধরে বাড়িতে খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর যখন খোঁজ পাওয়া গেল তখন সে এই দেশেই নেই। কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে পাওয়া গেল তাঁকে।
মালদার বাসিন্দা ওই নাবালিকা। বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবক তাকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠছে। ঘটনার লিখিত অভিযোগ হওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ। ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে কোচবিহার থেকে ওই নাবালিকাকে বাংলাদেশ নিয়ে যাওয়া হয়েছে।
এরপর বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে মালদা জেলা পুলিশ। উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। এরপর পেট্রাপোল সীমান্তে ওই নাবালিকাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশ পুলিশ। আদালতে গোপন জবানবন্দীর পর আজ ওই নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ অভিযোগ উঠে এসেছিল পূর্ব মেদিনীপুর থেকে। মুক ও বধির তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগে গ্রেপ্তার করা হয় এক যুবককে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ সময় যাবত সহবাস-পর্ব চলার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই তরুণী। তখন বিয়ে করতে আপত্তি জানায় ওই যুবক। এরপরই মেয়ের বাড়ির থেকে অভিযোগ জানানো হয় থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
সেই সময় অভিযোগকারী তরুণীর মামা জানিয়েছিলেন, তাঁর দিদি বিয়ের পর থেকে দুই মেয়েকে নিয়ে তাঁর বাড়িতেই থাকেন। দুই ভাগ্নি যখন ছোটো, সেই সময় তাদের বাবা নিরুদ্দেশ হয়ে যায়। এখনও পর্যন্ত কোনও খবর নেই তাঁর। তাই দিদি তাঁর বাড়িতে থাকতো এবং গ্রামে লোকের বাড়ি বাড়ি কাজ করতো।
তাঁর বড় ভাগ্নি মুক ও বধির। তাঁর বয়স ২১ হলেও বোনের বিয়ে হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাই বড় মেয়ে বাড়িতেই থাকতো। দিন সাতেক ধরে আচমকাই ওই তরুণী চুপচাপ। একাধিকবার কী হয়েছে জানতে চাওয়া হলেও কিছুই বলতে চায়নি। শেষপর্যন্ত জোর করায় সে কান্নাকাটি করে আকার-ইঙ্গিতে সব জানায়। পরিবারের সদস্যদের ওই তরুণী জানায় যে, পাশের বাড়ির এক যুবক তাঁকে বিয়ে করবে বলে প্রতিদিন রাতে তাঁর সঙ্গে সহবাস করেছে এবং সে এখন অন্তঃসত্ত্বা।
ঘটনার পর অভিযুক্ত যুবককে চেপে ধরে গ্রামবাসীরা। জিজ্ঞাসাবাদ করলে সে বিয়ে করতে অস্বীকার করে, অভিযোগও উড়িয়ে দেয়। তারপরেই এগরা থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ দায়ের হলে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: Ghatal Flood: এক হাঁটু জলের মধ্যেই বাড়ি-বাড়ি পৌঁছে দিচ্ছেন ঔষুধ! আশা কর্মীর ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন: WB Bypoll 2021: পুজো শেষেই রাজ্যে আরও উপনির্বাচন, মনোনয়নপত্র জমা খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেবের