Crime: এই ছেলেটাই মোবাইল-চোর! সন্দেহের বশে বাঁশে বেঁধে চলল গণপিটুনি

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Oct 06, 2021 | 4:03 PM

Malda: জানা গিয়েছে, ইংরেজবাজারের ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরি হচ্ছিল। বুধবার সকালে এক অজ্ঞাত পরিচয় যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সকলের।

Crime: এই ছেলেটাই মোবাইল-চোর! সন্দেহের বশে বাঁশে বেঁধে চলল গণপিটুনি
আক্রান্ত যুবক, নিজস্ব চিত্র

Follow Us

মালদা: মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ায় উত্তেজনা ছড়াল ইংরেজ বাজারে। বুধবার দুপুরে বাঁশে বেঁধে ওই যুবককে চোর সন্দেহে ব্যাপক মারধর করা হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে  এসে পৌঁছয় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় ভিড় (Mob)। ওই যুবককে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তবে ওই যুবক এতটাই আহত যে তিনি কথাও বলতে পারছেন না। ফলে ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তবে কেন এই বেধড়ক মারধর তা নিয়ে মুখ খোলেননি স্থানীয়রা।

ঠিক কী হয়েছিল এদিন? জানা গিয়েছে, ইংরেজবাজারের ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরি হচ্ছিল। বুধবার সকালে এক অজ্ঞাত পরিচয় যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সকলের। এরই মধ্যে স্থানীয় দোকানের এক ব্যক্তি চিত্‍কার করে জানান তিনি মোবাইল পাচ্ছেন না। ওই যুবক কিছুক্ষণ আগেই নাকি তাঁর দোকানে গিয়েছিলেন। কিন্তু কিছু না কিনেই চলে আসেন। তারপরেই মোবাইল আর খুঁজে পাননি ওই দোকানী।

সেই থেকে রব ওঠে ‘চোর চোর’। সঙ্গে সঙ্গে ওই অজ্ঞাতপরিচয় যুবককে ঘিরে ধরে বাঁশের খুঁটিতে বেঁধে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয়রা। যুবক চুরি করার কথা অস্বীকার করায় ক্ষিপ্ত জনতা তাঁকে এলোপাথাড়ি মারধর করতে শুরু করে। পরে পুলিশ এসে ওই যুবককে ভর্তি করে হাসপাতালে ভর্তি করে।

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ওই যুবক গুরতর জখম হয়েছেন। কথা বলার মতো ক্ষমতাও নেই তাঁর। ফলে, এখনও পরিচয় জানা যায়নি ওই যুবকের। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ভাবেই মালদায় ছাগল চুরির অভিযোগে এক যুবককে পাঁচ ঘণ্টা খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল। চলে বেধড়ক মারধরও। গত জুলাই মাসের ঘটনা। চড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়লেও দেওয়া হয়নি পানীয় জলটুকু। এমনই নৃশংসতার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল হবিবপুরে। ছাগল চোর সন্দেহে ওই যুবককে গ্রামে ধরে নিয়ে যান স্থানীয়রা। গ্রামে বসে সালিশি সভা। সেখানেই নিদান দেওয়া হয় খুঁটিতে বেঁধে রাখা হবে।

দেগঙ্গাতেও সাইকেল চোর সন্দেহে এক যুবককে একটি বাড়ির গ্ৰিলের সঙ্গে হাত বেঁধে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেন, মোবাইলে রেকর্ডও করেন। কিন্তি যুবককে বাঁচাতে আসেনি কেউ। এরপর খবর পেয়েই দেগঙ্গা থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। সেখাএ গিয়ে উদ্ধার করে যুবককে। এ বার সেই একই ছবি দেখা গেল মালদার ইংরেজবাজারে।

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘মুখ্যমন্ত্রী হতে বিহার থেকে পিকে-কে তুলে এনেছেন’, কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন: Anubrata Mondal: ‘রবীন্দ্রনাথও আত্মহত্যা করতেন’, বিশ্বভারতীর পড়ুয়াদের ‘লাগামহীন নেশায়’ তোপ কেষ্টর!

 

Next Article