CM Mamata Banerjee: ‘BSF বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, FIR করুন’, পুলিশকে নির্দেশ মমতার

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 04, 2023 | 5:10 PM

CM Mamata Banerjee: মমতার মন্তব্যে ফের নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। বিজেপি থেকে সিপিএম, সব দলের নেতারাই প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন।

CM Mamata Banerjee: ‘BSF বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, FIR করুন’, পুলিশকে নির্দেশ মমতার
BSF-এ কড়া মমতা

Follow Us

মালদা: প্রশাসনিক সভা থেকে ফের বিএসএফ-কে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। “আপনারা সরকারি কর্মী। বিএসএফ (BSF) বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, এফআইআর (FIR) করুন।” ডিএ, এসপি, বিডিওদের এই কড়া বার্তাই দিলেন মমতা। এদিন মালদার প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, “আমি পুলিশ, বিডিও, ডিএম-দের বলব মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কর্মচারী। রাজ্য সরকারে আপনারা খুব পাওয়ারফুল। এখানে কিন্তু, কেন্দ্র পাওয়ারফুল নয়। আপনার এলাকায় ঢুকে বিএসএফ যদি কোনওরকম গণ্ডগোল করে, কোনওরকম অনাচার করে, তাহলে এফআইআর করে কড়া ব্যবস্থা নিন। এটা মাথায় রাখবেন। বিএসএফের অত্যাচার আমি সহ্য করব না।”

পাশাপাশি কালিয়াগঞ্জ ইস্যুতেও বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। গুলি চলেছে কোথা থেকে সেই প্রশ্নও এদিন করেন। মৃত্যুঞ্জন বর্মনের মৃত্যুতে বিএসএফকে নিশানা করে মমতা বলেন, “গুলিটা কে চালালো? আমি তো শুনেছি গ্রামটা বিএসএফ নিয়ন্ত্রণ করে। এটা কী সত্যি?” প্রশ্ন ছোড়েন পুলিশের দিকেও। জিজ্ঞেস করেন, “এ বিষয়ে পুলিশের কাছে কী কোনও তথ্য আছে? ওরা তো এখন ৫০ কিলোমিটারের মধ্যে ঢুকে গিয়ে বর্ডারে বর্ডারে অত্যাচার করছে অনেক জায়গায়। অনেক খবর পেয়েছি। অনেকে এর মধ্যে মারাও গিয়েছে। এই গ্রামটা কী বিএসএফ সুভারভাইস করে? আমি জিজ্ঞেস করছি এই কারণে কারণ এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। গুলিটা কোথা থেকে চলল, কে চালল তা দেখা উচিত।” 

মমতার মন্তব্যে ফের নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। বিজেপি থেকে সিপিএম, সব দলের নেতারাই প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “প্রকাশ্যে দিনেরবেলায় পুলিশ গিয়ে গুলি চালিয়েছে সবাই দেখেছে। তারপরেও বলেছেন গুলিটা কোথা থেকে এল? আসলে উত্তরবঙ্গে তৃণমূলের কোনও জায়গা নেই। তাঁদের এই অত্যাচার, মিথ্যাচারের জবাব মানুষ পঞ্চায়েতে দেওয়া শুরু করবে।” অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তীও আক্রমণ করেন মমতাকে। তিনি বলেন, “গুলি চালানোর দায় বিএসএফ কন্ট্রোল করে বলে তার উপর ছেড়ে দিয়ে রাজ্য পুলিশ তার দায় অস্বীকার করছে। উনি একাধারে মুখ্যমন্ত্রী আবার পুলিশ মন্ত্রীও। এ কার্যত উনি পুলিশের উপরই অনাস্থা প্রকাশ করলেন। বললেন ওর রাজ্য পুলিশ কালিয়াগঞ্জের দেখভাল করতে পারে না। আর তদন্ত যখন হচ্ছে তখন মুখ্যমন্ত্রীর এই আবোলতাবোল কথা কোনওভাবেই সমীচীন নয়।”

Next Article