Malda: জমি দখল করে ইট ভাটা? TMC-র একাংশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ করার হুমকি পোদ্দারদের

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 04, 2024 | 2:39 PM

Land dispute: জমির মালিক পোদ্দার পরিবার ভূমি রাজস্ব দফতর,কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বলে খবর। কিন্তু পুলিশ ও ভূমি রাজস্ব দফতর কোনও সহযোগিতা না করায় অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন কালিয়াচকের পোদ্দার পরিবারের সদস্যরা।

Malda: জমি দখল করে ইট ভাটা? TMC-র একাংশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ করার হুমকি পোদ্দারদের
জমি দখলের অভিযোগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: এক পরিবারের ৩৫ কাঠা জমি জোর করে দখলের অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও তাঁর দলবলের বিরুদ্ধে। মালদহর কালিয়াচকে ইটভাটা তৈরির নাম করেই গৃহস্থের জমি রীতিমতো দাদাগিরি করেই দখল করছে স্থানীয় জমি মাফিয়ারা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়।

জমির মালিক পোদ্দার পরিবার ভূমি রাজস্ব দফতর,কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বলে খবর। কিন্তু পুলিশ ও ভূমি রাজস্ব দফতর কোনও সহযোগিতা না করায় অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন কালিয়াচকের পোদ্দার পরিবারের সদস্যরা। এদিকে দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলার সহ-সভাপতি শুভময় বসু জানিয়েছেন , “অভিযোগ প্রমাণিত হলে দল কোনও ভাবেই পাশে থাকবে না।”

কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙা এলাকায় বসবাস করেন প্রদীপ পোদ্দার, অমিত পোদ্দারের পরিবার। ২০২২ সালে ৩৫ কাটা জমি কেনেন তিনি। সেখানেই তাঁদের একটি কলকারখানা গড়ে তোলার পরিকল্পনা ছিল। অভিযোগ, কিন্তু কিছুদিন ধরেই পোদ্দার পরিবারের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন জমি মাফিয়াদের বিরুদ্ধে। আর এই ঘটনায় তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বরজাহা শেখ সহ মোট ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। তাঁর করেছেন তার বিরুদ্ধে ওঠাও অভিযোগ ভিত্তিহীন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রদীপ পোদ্দার নামে এক ব্যক্তি বলেন, “মুখ্যমন্ত্রী বলছেন যে জমি দখল করা যাবে না। সেখানে তৃণমূলের লোকজনই জোর করে জমি দখল করছেন। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।”
 

 

Next Article