মালদা: পরীক্ষায় মিলবে নকল করার সুযোগ। বদলে দিতে হবে মোটা টাকা। এমনই প্রস্তাব দিচ্ছে খোদ কলেজ কর্তৃপক্ষ। বিস্ফোরক অভিযোগ মালদার ইংরেজবাজারের বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে। যদিও এবিষয়ে কিছুই বলতে চাননি কলেজ কর্তৃপক্ষ।
সম্প্রতি মালদার ডিএলএড কলেজের একটি বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযোগ করেন খোদ পরীক্ষার্থীরাই। তাঁদের বক্তব্য, কলেজ কর্তৃপক্ষের তরফে তাঁদের কাছে একটি প্রস্তাব রাখা হচ্ছে। যদি তাঁরা টাকা দেন, তাহলে তাঁদেরকে পরীক্ষায় নকল করতে দেবে কলেজ কর্তৃপক্ষ। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের সঙ্গে অনৈতিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ পরীক্ষার্থীদের।
ইতিমধ্যেই মালদার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরীক্ষার্থীদের একাংশে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কলেজ কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত হবে জানিয়েছেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন।
১৫ ই জুলাই থেকে শুরু হয়েছে ডিএলএড-এর প্রথম বর্ষের পরীক্ষা। এলাকারই একটি কলেজের পরীক্ষার্থীদের সিট পড়েছে ইংরেজবাজারের ওই বেসরকারি বিএড কলেজে। অভিযোগ, পরীক্ষার প্রথম দিনে তাঁদের কাছ থেকে ৩০০০ টাকা করে দাবি করেন কলেজ কর্তৃপক্ষ। টাকা দিলে পরীক্ষায় সাহায্য করার প্রতিশ্রুতি দেন।
সেই টাকা দিতে অস্বীকার করেন পরীক্ষার্থীরা। অভিযোগ, এরপর থেকেই পরীক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন করছেন বিএড কলেজ কর্তৃপক্ষ। ঘটনা লিখিত অভিযোগ করা হয়েছে মালদা জেলাশাসকের কাছে। যদিও এই অভিযোগের বিষয়ে কিছুই বলতে চাননি কলেজ কর্তৃপক্ষ। এই বিষয়ে মালদা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন বলেন, “অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত হবে।”