Malda: ‘বিজেপির মুখে জুতো ও কাদা ছুড়ে মারাব’, ফের বিতর্কে আব্দুল রহিম বক্সী
Malda: মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ে যাবেন বিএলও-রা। সেই বিএলও দের পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকবেন বুথ লেভেল এজেন্ট বিএলএ-২। রবিবার মালতীপুর বিধানসভার ২৪৫ জন বিএলএ-২ দের দলীয় নির্দেশ বোঝানোর পাশাপাশি তাদের হাতে পেন, ডায়েরি ও কভার ফাইল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

মালদহ: চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন, মুখে অ্যাসিড ঢালারও নিদান দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ। আবারও বেলাগাম মালদহের জেলা তৃণমূল সভাপতি। বিজেপির মুখে জুতো ও কাদা ছুড়ে মারার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। মালদহের সামসিতে তৃণমূলের BLA-2 কর্মীদের সভায় বিস্ফোরক আব্দুর রহিম বক্সী।
বক্তব্য রাখতে তিনি বলেন, “আমার বিধানসভা এলাকায় কোনও রোহিঙ্গা বা বাংলাদেশি নেই। ভোটার তালিকায় একশো নাগরিক তালিকা প্রকাশ করে বিজেপির মুখে জুতো ছুড়ে মারব। এমনকি মুখে কাদা মাখাব।” যদিও জেলা সভাপতির এই বক্তব্যকে বাংলাদেশের লাভলি খাতুনের প্রসঙ্গে টেনে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
উল্লেখ্য, মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ে যাবেন বিএলও-রা। সেই বিএলও দের পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকবেন বুথ লেভেল এজেন্ট বিএলএ-২। রবিবার মালতীপুর বিধানসভার ২৪৫ জন বিএলএ-২ দের দলীয় নির্দেশ বোঝানোর পাশাপাশি তাদের হাতে পেন, ডায়েরি ও কভার ফাইল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে হুমকি ছুড়েন জেলা তৃণমূল সভাপতি। তবে এই প্রথম নয়, SIR আবহেই একের পর এক বিজেপির বিরদ্ধে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে রহিম বক্সী। তা নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চাও হয়নি। তারপরও কেন রহিম বক্সীকে শাসক নেতৃত্ব কোনও পাঠ দিচ্ছে না, সেই প্রশ্ন তোলে বিজেপি।
স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। মালদহ উত্তরের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, “আগে বিএলও-দের কাজ করতে গিয়ে, বাড়িতে বাড়িতে যেতে দিন, লাভলি খাতুন ছিল না, আরও এরকম অনেককে খুঁজে পাবেন। বিজেপিকে জুতো পেটা করার সুযোগ পাবেন না। মানুষকে ভুল বোঝাবেন না। যাঁরা ভারতীয় রয়েছেন, তাঁদের একজনেরও নাম কাটা যাবে না। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।”
