Malda: অসুস্থতার কারণে আকস্মিক মৃত্যু, মালদা-টিকা কাণ্ডে বৃদ্ধের মৃত্যুতে সাফাই পুলিশকর্তার

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Oct 08, 2021 | 4:29 PM

COVID Vaccination: মালদা পুলিশ সুপার অলোক রজোরিয়া স্পষ্টই জানান, ওই বৃদ্ধের মৃত্য়ুর ঘটনার যথাযথ তদন্ত হবে। দোষীদের শাস্তি দেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানান, আগে থেকেই অসুস্থ ছিলেন বৃদ্ধ।

Malda: অসুস্থতার কারণে আকস্মিক মৃত্যু, মালদা-টিকা কাণ্ডে বৃদ্ধের মৃত্যুতে সাফাই পুলিশকর্তার
মালদায় ভ্যাকসিনের লাইনে বৃদ্ধের মৃত্যুতে উত্তেজনা চরমে (ফাইল ছবি)

Follow Us

মালদা: প্রভাব খাটিয়ে পরিচিতদের আগে লাইনে দাঁড় করাচ্ছিলেন সিভিক ভলেন্টিয়াররা। তারই প্রতিবাদ করেছিলেন বৃদ্ধ। আর তার জন্যই লাইন থেকে টেনে হিঁচড়ে তাঁকে বার করে বেধড়ক মারধর করা হয়। মৃত্যু (Death) হয় তাতেই। বছর আটষট্টির বৃদ্ধের মৃত্যুতে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে মালদা। কিন্তু, তাঁর মৃত্যু যে সিভিক ভলেন্টিয়ারদের মারেই হয়েছে তা কার্যত অস্বীকার করেন পুলিশকর্তা। একইসঙ্গে, গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেন মালদা পুলিশ সুপার। চাঁচল ২ ব্লকের ধানগাড়া গ্রামপঞ্চায়েতের এলাঙ্গি গ্রামে ভ্যাকসিনের (COVID Vaccination) লাইনে আরজাহুল হক নামে বছর আটষট্টির এক বৃদ্ধের মৃত্যু হয়। পরিবার অভিযোগ তোলে, সিভিক ভলেন্টিয়ারের মারেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

শুক্রবার, মালদা পুলিশ সুপার অলোক রজোরিয়া স্পষ্টই জানান, ওই বৃদ্ধের মৃত্য়ুর ঘটনার যথাযথ তদন্ত হবে। দোষীদের শাস্তি দেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানান, আগে থেকেই অসুস্থ ছিলেন বৃদ্ধ। সেই অসুস্থতার জেরেই আচমকা মৃত্য়ু হয় ওই বৃদ্ধের। আশ্বাস দিয়ে পুলিশ কর্তা বলেন, “আপনারা হয়তো মনে করছেন যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সিভিক ভলেন্টিয়ার। তাই তদন্ত ঠিকঠাক হবে না। কিন্তু এরকম কোনও ব্যাপার নেই। আমরা অভিযোগ দায়ের করুন। আমরা তদন্ত করব। ময়নাতদন্তের রিপোর্ট দেখা হবে। সঠিকভাবে তদন্ত হবে।”

এখানেই অবশ্য থামেননি পুলিশ কর্তা। তিনি আরও বলেন, “এই অভিযোগে কোনও সত্যতা নেই। ভিতরে ভ্যাকসিনেশন হচ্ছিল। ওঁরা অপেক্ষা করতে পারেননি। ভ্যাকসিনেশন কেন্দ্রের দরজায় গিয়ে লাথি মেরেছিলেন। সিভিক ভলেন্টিয়ার বেরিয়ে এসে ঘুষি মেরে দিয়েছেন। এখানে সবাই সবটা দেখেছি। লোকানোর কোনও বিষয় নেই।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, হস্পতিবার বিকালে আরজাউল হক নামে বছর ৬৮-এর ওই বৃদ্ধ তাঁর চাঁচালোর বাড়ি থেকে কিছুটা দূরে বিষণপুর একটি স্কুলের টিকাকেন্দ্র থেকে ভ্যাকসিন নিতে যান। টিকাকেন্দ্রে তখন ঠাসাঠাসি ভিড়। অনেকে আবার লাইনে না দাঁড়িয়ে প্রভাব খাটিয়ে আগেভাগে টিকা নিয়ে চলে যাচ্ছিলেন বলে অভিযোগ।

ধানগাড়া বিশালপুর হাইমাদ্রাসা স্কুলের ওই টিকাকেন্দ্রে (COVID Vaccination Centre) লাইনেই দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। তাঁর পরিবারের দাবি, বৃদ্ধের চোখে পড়ে কয়েকজন টিকা নিয়েও স্বজনপোষণ করছে। এবং তাঁরা আর কেউ নন। টিকাকেন্দ্রের নিরাপত্তায় থাকা সিভিক ভলান্টিয়ার।

প্রত্যক্ষদর্শীদের কথায়, “উনি সিভিক ভলান্টিয়ারদের কাছে গিয়ে বলেন, ‘আমি বৃদ্ধ মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, আর আপনারা নিজেদের লোককে ভ্যাকসিন দিচ্ছেন।” অভিযোগ এর পরই টিকাকেন্দ্রে উপস্থিত ৩ জন সিভিক ভলান্টিয়ারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বৃদ্ধের। তার মধ্য়েই তাঁর গায়ে হাত তোলেন ওই সিভিক ভলান্টিয়াররা বলে অভিযোগ।

তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হরিশচন্দ্রপুর থানা এলাকার মাশালদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভ্যাকসিন কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। শুক্রবার সকালেও ওই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন: Arms Smuggling: পুজোর ২ দিন আগেই ভাঙড় থেকে উদ্ধার ৬০ রাউন্ড কার্তুজ ও একাধিক আগ্নেয়াস্ত্র!

আরও পড়ুন: Post Poll Violence: নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনে চার্জশিট পেশ সিবিআইয়ের

 

Next Article