Malda Murder: বিহার থেকে ওরা ঢুকে পড়েছিল মালদহে! সুপারি দিয়েই খুন নাকি অন্য কোনও ষড়যন্ত্র
Malda Murder: বৃহস্পতিবার দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। সিসিটিভি-তে দেখা গিয়েছে, সেই সময় দুই যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসেন। বন্দুক ছিল তাঁদের হাতে। তাঁদের দেখে দৌড়ে দোকানের ভিতর পালিয়ে যান দুলাল।
মালদহ: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় সরাসরি পুলিশের গাফিলতি কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে মালদহে ছুটে গিয়েছেন ফিরহাদ হাকিম ও সাবিনা ইয়াসমিন। বর্ষীয়ান নেতার শেষযাত্রায় কাতারে কাতারে বাড়ছে ভিড়। সেই ঘটনার তদন্তে ক্রমশ স্পষ্ট হল বিহার যোগ। বিহার থেকে সুপারি দিয়ে নিয়ে আসা হয়েছিলল দৃষ্কৃতীদের? এমনই প্রশ্ন উঠছে।
বৃহস্পতিবার দিনের আলোয় মাথায় গুলি লেগে মৃত্যু হয় মালদহের বর্ষীয়ান নেতা তথা তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারের। নবান্নে বসে সেই ঘটনার জন্য খোদ পুলিশ সুপারকে দায়ী করেন মমতা। বলেন, ‘পুলিশ সুপারের অপদার্থতার জন্য এটা হয়েছে।’ সেই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বিহার থেকে।
মালদহের হরিশ্চন্দ্রপুর সংলগ্ন বিহার এলাকা থেকে মালদহ জেলা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃতের নাম আব্দুল গনি (২৩)। মনে করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে সুপারি কিলারদের দিয়ে এই খুন করানো হয়েছে। এই সন্দেহ উড়িয়ে দিচ্ছ না স্থানীয় তৃণমূল নেতৃত্বও। এদিকে, আজ, শুক্রবার দুলাল সরকারের শেষ যাত্রায় জড় হয়েছেন বহু অনুগামী।
বৃহস্পতিবার দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। সিসিটিভি-তে দেখা গিয়েছে, সেই সময় দুই যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসেন। বন্দুক ছিল তাঁদের হাতে। তাঁদের দেখে দৌড়ে দোকানের ভিতর পালিয়ে যান দুলাল। ওই দুই যুবকও গুলি চালাতে চালাতে দোকানের ভিতর ঢুকে পড়েন। একজন বন্দুকের ট্রিগার চিপলেও গুলি বের হয় না। অপর জন গুলি চালান। একটি গুলি মাথা ফুঁড়ে যায় দুলালের। দোকানের ভিতরেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় দুলাল সরকারের।