Malda: ভরত আর সুদর্শন, এই দু’জনের কীর্তি জানলে মাথায় হাত পড়বে
Malda: পাচার করতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশি নাগরিক। তাঁকে মদত ও আশ্রয় দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে দুই ভারতীয়কেও। ধৃতদের শনিবার মালদহ জেলা আদালতের মাধ্যমে পাঁচদিনের পুলিশি হেপাজতে নিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

মালদহ: একজনের নাম ভরত। অপর জন সুদর্শন। তাঁরা দু’জনই ভারতের বাসিন্দা। কিন্তু সেই দু’জন কীর্তিমানের কীর্তি শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তিরা বাংলাদেশি নাগরিককে আশ্রয় দিয়েছিলেন। শুধু তাই নয়, একই সঙ্গে তাঁদের পাচার করতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ।
কী ঘটেছে?
পাচার করতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশি নাগরিক। তাঁকে মদত ও আশ্রয় দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে দুই ভারতীয়কেও। ধৃতদের শনিবার মালদহ জেলা আদালতের মাধ্যমে পাঁচদিনের পুলিশি হেপাজতে নিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ।ধৃত বাংলাদেশির নাম মহম্মদ কাশিম আলি (২৫)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে কুম্ভিরা আউটপোস্টের পুলিশ শিবপুর এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে। ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি ভারতীয় সিম ও একটি বাংলাদেশের সিম। উদ্ধার হয়েছে দুটি মহিষ। তদন্তে পুলিশ জানতে পারে, ভরত মণ্ডল (৫০) ও সুদর্শন মণ্ডল (৫৮) নামে দুই ভাই ধৃতকে বাংলাদেশিকে আশ্রয় ও পাচারে মদত দিয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

