Maldah: জুতোতেই হচ্ছিল পাচার, লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার

Maldah: পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। কদুবারি মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে ওই সরকারি বাস থেকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। ওই যুবককে আটক করে নীচে নামিয়ে তল্লাশি চালানো হয়। ৫০০ টাকা নোটগুলি মেলে তাঁর জুতো থেকে।

Maldah: জুতোতেই হচ্ছিল পাচার, লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার
জাল নোট উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2024 | 5:51 PM

মালদহ: জুতোয় লুকিয়ে ১লক্ষ ৫০ হাজার ৫০০ টাকার জাল নোট পাচারের চেষ্টা। বাস থামিয়ে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনা মালদহের গাজোলে। শিলিগুড়িগামী এক সরকারি বাসে এক যুবক ডাল খোলার উদ্দেশে রওনা দিয়েছিলেন কালিয়াচক থেকে।

পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। কদুবারি মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে ওই সরকারি বাস থেকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। ওই যুবককে আটক করে নীচে নামিয়ে তল্লাশি চালানো হয়। ৫০০ টাকা নোটগুলি মেলে তাঁর জুতো থেকে।

পুলিশ সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকাগুলিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল নোট পাচার চক্র। সেই মোতাবেক পুলিশ ওঁত পেতে ছিল আগে থেকেই।  গোপন সূত্রে খবর পেয়ে ওই বাসে তল্লাশি চালায়। প্রত্যেক যাত্রী ও তাঁদের লাগেজে তল্লাশি চালানো হয়। ওই যুবকের জুতো খুলতে বলতেই পর্দাফাঁস হয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)