দু’মাসেই ভেঙে পড়ল গার্ডওয়াল আর তার ইট দিয়েই তৈরি হয়ে গেল নিজের বাড়ি! কাঠগড়ায় তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 10, 2021 | 10:15 AM

Maldah: স্থানীয়দের অভিযোগ, আইন অনুযায়ী কোনও পঞ্চায়েত সদস্যের পরিবারের কেউ পঞ্চায়েতের নির্মাণ কাজে ঠিকাদারি করতে পারেন না।

দুমাসেই ভেঙে পড়ল গার্ডওয়াল আর তার ইট দিয়েই তৈরি হয়ে গেল নিজের বাড়ি! কাঠগড়ায় তৃণমূল
নিজস্ব চিত্র

Follow Us

মালদা: দু’মাসের মধ্যেই ভেঙে পড়ল নব নির্মিত গার্ডওয়াল। প্রায় ৪ লক্ষ টাকা ব্যায়ে তৈরি এই গার্ডওয়ালের ঠিকাদারি পান তৃণমূলেরই নেতা। তাঁর স্ত্রী আবার পঞ্চায়েত সদস্য। অভিযোগ, ভেঙে যাওয়া গার্ডওয়ালের ইঁট-সহ অন্যান্য সামগ্রী উলটে তুলে এনে নিজের বাড়ি মেরামতির কাজে লাগিয়েছেন ওই তৃণমূল নেতা। অভিযোগ ঘিরে সরগরম মালদার (Maldah) হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের গিধিনপুকুর গ্রাম। গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছেন বিডিও ও এসডিওর কাছে।

অভিযুক্ত তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্যা পারভিনের স্বামী পারভেজ আলম। তিনি ঠিকাদারি করেন। ওই গ্রামের প্রধান রাস্তার পাশেই রয়েছে বিশাল জলাশয়। বেশ কিছুদিন ধরে রাস্তার ধার থেকে মাটি ধসে পড়তে শুরু করে সেই জলাশয়ে। ফলে জলাশয়ের চারদিকে একটি গার্ডওয়াল তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছিল।প্রায় সাড়ে তিন লক্ষ টাকায় সেই কাজ শুরু হয়।

মাস দুয়েক আগে সেই কাজ শেষও হয়ে যায়। এরমধ্যেই নতুন সেই গার্ডওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, শিডিউল মেনে কাজ করা হয়নি। শুধু তাই নয় ভেঙে পড়ার সম্ভাবনা দেখে, ওই ঠিকাদার পারভেজ আলম গার্ডওয়ালের ইট-লোহা বের করে নিয়ে গিয়েছেন নিজের বাড়িতে। সে সব দিয়েই তিনি নাকি ঘর তৈরি করে ফেলেছেন।

শাসকদলের পঞ্চায়েত সদস্যার স্বামী বলে এলাকায় প্রভাব রয়েছে তাঁর। স্থানীয়দের অভিযোগ, আইন অনুযায়ী কোনও পঞ্চায়েত সদস্যের পরিবারের কেউ পঞ্চায়েতের নির্মাণ কাজে ঠিকাদারি করতে পারেন না। কিন্তু প্রভাব খাটিয়ে তিনি এই ঠিকাদারি পেয়েছেন, তা নিয়ে প্রশ্নও তুলেছেন গ্রামবাসীরা।

এ প্রসঙ্গে পঞ্চায়েত চেয়ারম্যান মেকলাবুল হক বলেন, “অনেক দিন আগেই অভিযোগ হয়েছে। গার্ডওয়াল ভেঙে পড়েছে। আর তা দিয়ে নিজের বাড়ি তৈরি করেছেন। আমরা বিধায়ককে জানিয়েছি। ব্লক প্রেসিডেন্টকে জানিয়েছি। শাস্তি হওয়া উচিত। গোটা বিষয়টি দেখা হচ্ছে।”

অভিযুক্তের পাল্টা দাবি, “গার্ডওয়ালের কাজ খারাপ হয়নি। ভালো সামগ্রী দিয়েই কাজ হয়েছে। বৃষ্টির কারণে গ্রামের জল এসে ধাক্কা লেগেছে। তাই গার্ডওয়াল ভেঙে গিয়েছে। বড় বড় বাঁধ ভেঙে গিয়েছে। ১০ ইঞ্চির গার্ডওয়াল কী করবে!”

এই নিয়ে লেগেছে রাজনীতির রঙ। এলাকার মণ্ডল সভাপতি ভূপেশ আগরওয়াল বলেন, “তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বাড়ির লোকই ঠিকাদার। তাহলে গার্ডওয়াল কী নিম্নমানের হবে, সাধারণ মানুষ তা বুঝবে। কাটমানির সরকার।” আরও পড়ুন: অতর্কিতে পিছু নিয়ে বাড়িতে ঢুকে পড়ে ওরা, এরপর অবাধে ‘ভাঙচুর, লুঠপাট’! ভাটপাড়ায় আক্রান্ত অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা

Next Article