ভোটের আগে বিহার থেকে আসছে অস্ত্র! মালদার সীমান্তবর্তী গ্রামে ধৃত ২

Jan 30, 2021 | 3:41 PM

পুলিসের কাছে অস্ত্র পাচারের খবর আগে থেকেই ছিল। সেই মোতাবেক শুক্রবার রাতে ভালুকা আউট পোস্টের ওসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে অভিযান চলে।

ভোটের আগে বিহার থেকে আসছে অস্ত্র! মালদার সীমান্তবর্তী গ্রামে ধৃত ২
নিজস্ব চিত্র

Follow Us

মালদা: ভোটের আগে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদার (Maldah) হরিশ্চন্দ্রপুরে। দু’জনকে গ্রেফতার করেছে পুলিস। দুটি রাইফেল, ইম্প্রোভাইসড পাইপগান, কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। রয়েছে আরও অত্যাধুনিক কিছু আগ্নেয়াস্ত্র। হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা আউট পোস্টের গোবরাহাট থেকে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয় (Arms Smuggling)।

গোবরাহাট গ্রামটি মূলত বিহার সংলগ্ন। একুশের নির্বাচনের আগে বিহার থেকে বাংলায় অস্ত্র মজুত আনা হচ্ছে বলেই প্রাথমিক তদন্তে মনে করছেন গোয়েন্দারা। ধৃত দুই যুবক সাদ্দাম হোসেন ও মইজুল হক মালদার মানিকচকের ধরমপুরের বাসিন্দা।অস্ত্রগুলি মানিকচকেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিস।

ধৃত দুই যুবক

পুলিসের কাছে অস্ত্র পাচারের খবর আগে থেকেই ছিল। সেই মোতাবেক শুক্রবার রাতে ভালুকা আউট পোস্টের ওসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে অভিযান চলে। ছিলেন এসআই শিবেন হাঁসদাও। তাঁদের পাতা ফাঁদে ধরা পড়ে ওই দুই যুবক।

আরও পড়ুন: ভাগলপুর থেকে কলকাতা হয়ে অস্ত্র যাচ্ছিল বারুইপুরে, ভোটের আগে কোন নয়া ছক?

তদন্তকারীরা বলছেন, একুশের নির্বাচনের আগে সীমান্তবর্তী এলাকা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এই গ্রামগুলি দিয়েই বিহার বা অন্য রাজ্য থেকে অস্ত্র ঢুকছে বাংলায়। সীমান্তবর্তী গ্রামগুলিতে আরও কড়া হচ্ছে নজরদারি। প্রথম থেকেই রাজ্যের বিরোধী দলগুলি বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলি ভাবাচ্ছে প্রশাসনকেও।

Next Article