Maldah: এই জারেই রয়েছে পাঁচ কোটির সম্পত্তি, উদ্ধার করল পুলিশ
Maldah: তদন্তে পুলিশ জানতে পেরেছে, সেই ব্রাউন সুগার বাংলাদেশে পাচার করা হত। মালদহের বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের হদিশ পেয়েছে পুলিশ।
মালদহ: পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার। মালদহে বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, মালদহেই ব্রাউন সুগার তৈরির একাধিক কারখানা রয়েছে। অনেকগুলো কারখানার হদিশ ইতিমধ্যেই পেয়েছে পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, সেই ব্রাউন সুগার বাংলাদেশে পাচার করা হত। মালদহের বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের হদিশ পেয়েছে পুলিশ। এই চক্রে জড়িত তিনজনের নাম পেয়েছে পুলিশ। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
জেলা পুলিশ জানিয়েছে, গত এক বছরে পাচার হতে যাওয়া ২৪ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে শুধুমাত্র মালদহ জেলা থেকেই। মালদহের মাদক উদ্ধারের এক বছরে ৬৬ টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ৮১ জন। বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদহের কালিয়াচক, বৈষ্ণবনগর-সহ একাধিক এলাকায় গোপন কারখানা বানিয়ে ব্রাউন সুগার তৈরি করে অন্য দেশ, অন্য রাজ্যে পাচার চলছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)