Maldah: তৃণমূল বনাম তৃণমূল! ১৬০ টি স্কিমের টাকা লোপাটের অভিযোগ

Maldah: অভিযোগকারী সদস্যদের আরও অভিযোগ, দ্বিতীয় পর্যায়ে পুনরায় ১৬০টি স্কিমের টেন্ডার দেওয়া হয়েছিল। সেই স্কিমগুলোর কাজ অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে করা হচ্ছে। এগুলো ব্যবহারের অনুপযুক্ত।

Maldah: তৃণমূল বনাম তৃণমূল! ১৬০ টি স্কিমের টাকা লোপাটের অভিযোগ
দুর্নীতির অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2024 | 1:04 PM

মালদহ: স্বচ্ছ ভারত মিশনের টাকা লোপাটের অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের। ১৬০ টি স্কিমের পুরো টাকাটাই লোপাটের অভিযোগ। শৌচালয়ের টাকা চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূল তুলছে। তাতে শোরগোল মালদহের রতুয়াতে। মালদার রতুয়া-২ ব্লকের শ্রীপুর-২ পঞ্চায়েতের ঘটনা।

জানা গিয়েছে, ওই পঞ্চায়েতের শাসকদলের সদস্য সাবিনা ইয়াসমিন, সেলিনা ইয়াসমিন, ধূলু শেখ আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন প্রথমবার টেন্ডার ডেকে ১৪০ টি কাজের বরাত দেওয়া হয়েছিল। অথচ, কোন কাজ না করেই ১৪০ টা স্কিমের পুরো টাকাটায় আত্মসাৎ করেছেন প্রধান। কাজে স্বজনপোষণেরও অভিযোগ তুলেছে। প্রকল্পের প্রায় ৬৩ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা।

অভিযোগকারী সদস্যদের আরও অভিযোগ, দ্বিতীয় পর্যায়ে পুনরায় ১৬০টি স্কিমের টেন্ডার দেওয়া হয়েছিল। সেই স্কিমগুলোর কাজ অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে করা হচ্ছে। এগুলো ব্যবহারের অনুপযুক্ত। রতুয়া-২ ব্লকের বিডিও শেখর শেরপা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজগুলো পরিদর্শন করে নিজের অসন্তোষ প্রকাশ করেন। এই প্রকল্পের কাজে ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় শ্রীপুর ২ পঞ্চায়েতের প্রধানকে।

এই বিষয়ে শ্রীপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক বলেন, “কিছু ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকতে পারে। কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয় যাতে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়। যাঁরা কাজের মান নিয়ে অভিযোগ করেছেন তাঁরা দলের কেউ নন। নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই তাঁরা অভিযোগ করছেন।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)