Maldah: সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ, বিপত্তিতে রোগী!

Maldah: পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকার সারদা কলোনির বাসিন্দা বসুদেব ঘোষ গত কয়েকদিন আগে বাড়ির পোষা গরুর আঘাতে আহত হন। তার বাম পায়ে আঘাত লাগে। গত সোমবার স্থানীয় মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক দেখান তিনি। চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ স্বাস্থ্যকেন্দ্র থেকেই পান তিনি।

Maldah: সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ, বিপত্তিতে রোগী!
মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে বিপত্তি!Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 4:57 PM

মালদহ: সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ। যা খেয়ে আরও বিপত্তিতে রোগী! জেলা শাসককের কাছে অভিযোগ জানান তিনি। ঘটনাটি ঘটেছে ওল্ড মালদার মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে।

জানা গিয়েছে, পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকার সারদা কলোনির বাসিন্দা বসুদেব ঘোষ গত কয়েকদিন আগে বাড়ির পোষা গরুর আঘাতে আহত হন। তার বাম পায়ে আঘাত লাগে। গত সোমবার স্থানীয় মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক দেখান তিনি। চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ স্বাস্থ্যকেন্দ্র থেকেই পান তিনি।

পরে তিনি দেখেন সেই ওষুধ মেয়াদ উত্তীর্ণ। আরও অসুস্থ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানান তিনি। কিন্তু অভিযোগ,  তাঁরা গুরুত্ব দিতে চাননি। বাধ্য হয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই রোগী।

এই নিয়ে মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, “ওটা নিয়ে এখনও পর্যন্ত আমার কাছে কোনও অভিযোগ আসেনি। একটাও ওষুধও খাননি। সেই ছবি এসেছে আমার কাছে। কিন্তু রোগীর পা কেটে গিয়েছিল। তাঁকে কেন ডায়রিয়ার ওষুধ দেওয়া হল, সেটাই বুঝতে পারছি না। জিঙ্ক ট্যাবলেট এক দিন দুদিন মেয়াদ উত্তীর্ণ হলে, ভিটামিনে কিছু অসুবিধা হওয়ার কথা নয়। বিএমওএইচ-কে বলেছি।”