মালদহ: প্রচণ্ড ঠান্ডা। কাঁপুনি ধরেছিল শরীরে। একটু তাপের জন্য জন্য কারখানার মধ্যেই খড়কুটো জড়ো করে আগুন ধরিয়েছিলেন। আগুন পোহাতে গিয়েই বিপত্তি। ভোর রাতে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা। যতক্ষণে সকলে বিষয়টি আঁচ করতে পেরেছিলেন, আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। মকর সংক্রান্তির দিন ভোর রাতে ভয়াবহ আগুন মালদহের গাজোলের মৃৎশিল্পীদের একটি কারখানায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই কারখানার মধ্যেই ঘুমিয়ে ছিলেন কয়েকজন কর্মী। সংক্রান্তির আগে পারদ ক্রমশ নিম্নমুখী। কুয়াশার চাদরে ঢেকেছে গোটা রাজ্য। রাতের তাপমাত্রা আরও নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে কারখানার ভিতর আগুন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলেন মৃৎশিল্পীরা। তাতেই ভয়াবহ ঘটনা।
আগুন লেগেছে যতক্ষণে বুঝতে পারেন, ততক্ষণে কারখানার সামনের অংশ পুড়ে যায়। তাঁরা চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকারেই ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের। বাড়ি থেকে বালতি, গামলা করে জল এনে ঢালকে থাকেন। খবর দেওয়া হয় দমকলেও। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুনে প্রায় গোটা কারখানাটিই ভস্মীভূত হয়ে গিয়েছে। বেশ কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গাজোল থানার পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা মৃৎশিল্পীদের বার করে আনায়, তাঁদের কোনও সমস্যা হয়নি। সকলেই সুস্থ রয়েছেন।