Murder: ‘খুন’ টোটো চালক, মারধরের পর ব্লেড দিয়ে চেরা হল চোখ-গলা-মুখ

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 16, 2024 | 4:45 PM

Maldah Murder: পরিবারের দাবি, নিত্যদিনের মতো সোমবারও টোটো নিয়ে বেরিয়েছিলেন ওই যুবক। বাড়ি ফেরার পথে কেউ বা কারা তাঁকে রাস্তার ধারে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ধারাল অস্ত্রের কোপও মারে। খবর পেতেই ছুটে আসেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Murder: খুন টোটো চালক, মারধরের পর ব্লেড দিয়ে চেরা হল চোখ-গলা-মুখ
মৃত টোটো চালকের স্ত্রী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: প্রথমে বেধড়ক মার। তারপর ধারাল অস্ত্র দিয়ে একের পর কোপ। মালদহে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল টোটো চালককে। ইতিমধ্যেই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায়। তবে কী কারণে ওই যুবক খুন হলেন তা এখনও জানা যায়নি।

মৃত টোটো চালকের নাম সঞ্জয় চৌহান (২২)। তাঁর পরিবারে স্ত্রী প্রিয়াঙ্কা চৌহান ছাড়াও রয়েছে এক মেয়ে। সঞ্জয়ের আদি বাড়ি বালুরঘাটের কাদিরপুর বটতলা এলাকায়। তবে কাজের জন্য তিনি মালদহের নেতাজি কলোনীতে নিজের শ্বশুরবাড়ি থাকতেন। টোটো চালিয়েই দিন গুজরান করতেন ওই যুবক।

পরিবারের দাবি, নিত্যদিনের মতো সোমবারও টোটো নিয়ে বেরিয়েছিলেন সঞ্জয়। সেই সময় বাড়ি ফেরার পথে কেউ বা কারা তাঁকে রাস্তার ধারে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ব্লেড দিয়ে কার্যত চিরে দেওয়া হয় তাঁকে। গলা, মুখ, চোখ সহ একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেতেই ছুটে আসেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দেবাদিত্য রায় নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমি ঘুমোচ্ছিলাম। ওর এক দাদা ফোন করে বলে কেউ বা কারা ওকে ব্লেড দিয়ে চিরে দিয়ে গিয়েছে। কিন্তু কেন করল বুঝতে পারছি না। আমি গতকাল রাতেই বলেছিলাম হাসপাতালে নিয়ে যেতে। তবে পুলিশ কেসের ভয়ে নেয়নি।”

 

 

Next Article