মালদা: তৃণমূল কমিটির তালিকায় কংগ্রেস নেতার নাম (Maldah TMC List)। ব্যাপক চাঞ্চল্য মালদায়। ক্ষোভে ফুঁসছে কংগ্রেস, বেজায় অস্বস্তিতে তৃণমূল।
সম্প্রতি মালদায় জেলা তৃণমূলের তরফ থেকে ব্লক ও অঞ্চল কমিটির নেতাদের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত হয় মালদার মিল্কি অঞ্চল কমিটির তালিকাও। তাতে দেখা যায়, তৃণমূলের সহ সভাপতির পদে নাম করেছে কংগ্রেস নেতা ভবেশচন্দ্র মন্ডলের।
তালিকা প্রকাশ্যে আসতেই বেজায় ক্ষুব্ধ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলম বলেন, “কংগ্রেস নেতার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে তৃণমূল। দ্রুত এর সমাধান চাই।” তা না হলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে ভবেশচন্দ্র মন্ডল বলেন, “আমার পরিবারের কেউই কোনওদিন তৃণমূল করেননি। আমদের গোটা পরিবার কংগ্রেসের।এই কাজে আমার ইমেজ নষ্ট হবে এলাকার মানুষের কাছে। ভ্রান্ত ধারণা পৌঁছবে।”
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে বেশি কথা বলতেন পাশের বাড়ির যুবক! কারণ জানতে চাওয়ায় মর্মান্তিক পরিণতি
এপ্রসঙ্গে মৌসম বেনজির নুর বলেন, “ব্লকস্তরে তরফে তালিকা তৈরি করা হয়। কিছু একটা সমস্যা হয়েছে। খোঁজ নিয়ে দেখে নাম থাকলে বাদ দিয়ে দেওয়া হবে।” তবে দৃশ্যতই তৃণমূল নেতৃত্ব বেজায় অস্বস্তিতে। কীভাবে এমনটা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠছে।