Maldah TMC Cut Money: হায় রে সরকারি ভাতা! বিশেষভাবে সক্ষমদের থেকেও লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ, দুর্নীতি ইস্যুতে ফের বিদ্ধ তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 24, 2023 | 2:39 PM

Maldah TMC Cut Money: মঙ্গলবার সকালে অভিযুক্তরা ওই ব্যক্তির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তকে ঘরে আটকে বিক্ষোভ দেখান তাঁরা। কেউ রাস্তায় শুয়ে পড়েন।

Maldah TMC Cut Money: হায় রে সরকারি ভাতা! বিশেষভাবে সক্ষমদের থেকেও লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ, দুর্নীতি ইস্যুতে ফের বিদ্ধ তৃণমূল
বিশেষভাবে সক্ষমদের থেকেও টাকা তোলার অভিযোগ

Follow Us

মালদা: দুর্নীতির তালিকায় এবার নয়া সংযোজন। এবার বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা দেওয়া নিয়ে প্রতারণা অভিযোগ। ভাতা করে দেওয়ার নামে হাজার হাজার টাকা কাটমানি (Cut Money) চাওয়ার অভিযোগ উঠছে। কাঠগোড়ায় ফের তৃণমূল। অভিযোগ ঘিরে সরগরম মালদার বৈষ্ণবনগর এলাকা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মালদার বৈষ্ণবনগরে বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের চক শেহেরদি গ্রামে স্থানীয় তৃণমূল (TMC) নেতা তথা এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার মাতরুল শেখ বিশেষভাবে সক্ষমদের ভাতা দিতেও কাটমানি চেয়েছেন। অভিযোগ তেমনই। প্রতিবাদে মঙ্গলবার সকালে চক শেহেরদি গ্রামে ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান উপভোক্তারা। অভিযুক্তকে ঘরে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থলে পুলিশ। মালদার (Maldah) বৈষ্ণবনগরে চক শেহেরদি গ্রামে তীব্র উত্তেজনা।

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সুবিধার জন্য রাজ্য সরকার মানবিক ভাতা প্রকল্প ঘোষণা করেছিল। তাতে প্রত্যেক বিশেষভাবে সক্ষম ব্যক্তি মাসে ১০০০ টাকা করে পাবেন। জানা যাচ্ছে, মাতরুল শেখ স্থানীয় তৃণমূল নেতা এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। তিনি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মানবিক ভাতা-সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছেন বলে অভিযোগ। কারোর কাছ থেকে ৩০ হাজার, কারোর কাছ থেকে ৪০ হাজার টাকা পর্যন্তও নিয়েছেন বলে অভিযোগ। অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছিলেন তাঁদের। এরকমভাবে কয়েকশো ব্যক্তির কাছ থেকে টাকা তুলেছেন বলে অভিযোগ। কিন্তু টাকা দেওয়ার পরও তাঁরা কোনওরকম সুবিধা না পাওয়ায় টাকা ফেরত চান। সেই টাকাও ফেরত দিতে না পারায় বিক্ষোভ দেখাতে থাকেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা।

মঙ্গলবার সকালে অভিযুক্তরা ওই ব্যক্তির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তকে ঘরে আটকে বিক্ষোভ দেখান তাঁরা। কেউ রাস্তায় শুয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। এক বিক্ষোভকারী বলেন, “আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করেছে। ভুল ইমেল আইডি দিয়েছেন। টাকা তুলে নিয়েছেন। মাতিরুল শেখ আমাদের অনেকের কাছ থেকে টাকা পাবেন বলে টাকা তুলেছেন।” অভিযুক্তের বক্তব্য, “আমাকে ফাঁসানো হচ্ছে। এটা ষড়যন্ত্র।”  এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, “কী হয়েছে আমার জানা নেই। তবে কেউ প্রতারণা করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ প্রশাসন দেখছে। আর দুর্নীতি দল মেনে নেবে না। এই বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারেই সতর্ক করেছেন।”
বিজেপি নেতা অম্লান ভাদুরির বক্তব্য, “তৃণমূল আর কিছু বাকি রাখল না। প্রতিবন্ধীদের টাকাও মেরে খাচ্ছে। এতদিন নিয়োগ, আবাস যোজনা, ১০০ দিনের কাজে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।এবার দেখা যাচ্ছে প্রতিবন্ধীদের ভাতার টাকাও আত্মসাৎ। গোটা রাজ্যেই আসলে তোলাবাজ কাটমানির সরকার চলছে। ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে।”

Next Article