Maldah: বৃদ্ধার ৬ হাজার টাকাতেও নজর তৃণমূল নেতার?

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 25, 2024 | 5:38 PM

Maldah: ওই বৃদ্ধা রানি বেওয়া বলেন, "আবাস যোজনার ঘরের পুর্নাঙ্গ তালিকায় আমার নাম ছিল। কিন্তু আমি ঘরের টাকা পাইনি। আমার নামের টাকা অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।" তাঁর আরও অভিযোগ, "প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা প্রধান আমার কাছ থেকে কাটমানি চেয়েছিল। সেই কাটমানির কিছুটা অংশ তাকে দিয়েছিলাম।

Maldah: বৃদ্ধার ৬ হাজার টাকাতেও নজর তৃণমূল নেতার?
অভিযোগকারিনী বৃদ্ধা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: অর্ধভুক্ত, ঝুপড়ি ঘরে থাকা দরিদ্র অসহায় বৃদ্ধাকে প্রতারণার অভিযোগ তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। আবাস যোজনার তালিকায় নাম তুলে দেওয়ার নামে ওই বৃদ্ধার জমানো একমাত্র সম্বল ছয় হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বৃদ্ধা। শুধু তাই নয়, পরে আবার ২০ হাজার টাকা দাবি করেন ওই নেতা। সেই টাকা না দিতে পারায় হুমকি শুনতে হয়। এমনকী অভিযোগ আবাস যোজনায় বৃদ্ধার নাম উঠলেও, অ্যাকাউন্ট করে দেওয়া হয় অন্যের নামে। এবং সেই টাকাও আত্মসাৎ করা হয়। জেলাশাসককে অভিযোগ দায়ের ওই অসহায় বিধবা বৃদ্ধার। ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামে ক্ষোভ, উত্তেজনা। যদিও, গোটা বিষয়টিই অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। জানিয়েছেন, তিনি তৃণমূল করেন বলেই এই অভিযোগ এসেছে।

মালদার কালিয়াচক ৩ ব্লকের সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের ভাগজান এলাকায় ক্ষোভ গ্রামবাসীদের মধ্যে। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম ছিল সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের সত্তর ছুঁই ছুঁই রানি বে‌ওয়ার। এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা প্রধান, তৃণমূল নেতা জিয়াউল হক বছর দু’য়েক আগে ওই বৃদ্ধার কাছ থেকে ঘর দেওয়ার জন্য প্রথমে ছয় হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। পাশাপাশি টাকা না দেওয়া হলে ঘরের তালিকায় থাকা নাম কেটে দেওয়া হবে বলে জানান ওই নেতা। ভয়-ভীতিতে নিজের সব টুকু সম্বল জমানো ছয় হাজার টাকা দিয়ে দেন ওই মহিলা। অভিযোগ, পরবর্তীতে কিছুদিন পর আবারও তাঁর কাছ থেকে ২০হাজার টাকা দাবি করলে সেই টাকা বৃদ্ধা দিতে পারেননি।

ওই বৃদ্ধা রানি বেওয়া বলেন, “আবাস যোজনার ঘরের পুর্নাঙ্গ তালিকায় আমার নাম ছিল। কিন্তু আমি ঘরের টাকা পাইনি। আমার নামের টাকা অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।” তাঁর আরও অভিযোগ, “প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা প্রধান আমার কাছ থেকে কাটমানি চেয়েছিল। সেই কাটমানির কিছুটা অংশ তাকে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আবারো তিনি কাটমানি দাবি করলে আমি তা দিতে পারিনি।” বৃদ্ধার আক্ষেপ, “আমার ঘরে নুন আনতে পান্তা ফুরায়। স্বামী বহুদিন আগে মারা গিয়েছে। তারপর থেকে চেয়ে চিনতেই সংসার চালায়। আমার কাছে মোটা অঙ্কের কাটমানি দাবি করলে আমি তা দেবো কোথা থেকে? আমি তা দিতে না পারাতেই আমার নামের টাকা অন্য জনের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।

যদিও প্রাক্তন পঞ্চায়েত প্রধান জিয়াউল হক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “কারোর কাছ থেকেই আমি কাটমানি দাবি করেননি। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে তার সম্পূর্ণই ভিত্তিহীন অভিযোগ।” তিনি আরোও বলেন, “রানি বেওয়া নামে মালতিপুর মৌজায় কারোর নামই ঘরের তালিকায় ছিল না। গোপাল পুর মৌজায় বানি বেওয়া নামে একজনের নাম পাওয়া গিয়েছিল। কিন্তু সেখানে দেখা যায় ওই রানি বেওয়ার স্বামীর নামই বাণী বেওয়ার স্বামীর নামের জায়গায় ছিল। আমি তা ওই পরিবারকে নিজেই জানিয়েছিলাম। পাশাপাশি যেহেতু আমি গত টার্মে প্রধান ছিলাম। সেহেতু আমি সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পিএমএওয়াই- এর নোডাল অফিসারকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন এবং ওই মহিলার টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে ফেরত দেওয়া যায় তাঁর বন্দোবস্ত করার চেষ্টা করছিলাম। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যায়। তারপরেই সকলেই ভোটের কাজে ব্যস্ত হয়ে গেলে ওই বিষয়টি স্থিমিত হয়ে যায়। আজ আমার উপর যা অভিযোগ করা হচ্ছে তার সম্পূর্ণই রাজনৈতিক চক্রান্ত। আমি তৃণমূল করি বলেই আমার উপর মিথ্যে অভিযোগ চাপানো হচ্ছে।

যদিও এ প্রসঙ্গে কংগ্রেসের যুব নেতা সরিফুল মিঞা বলেন, “প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা প্রধান এর আগেও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজে দুর্নীতি করেছেন। তারই একটি সংযোজন আবাস যোজনার ঘরের টাকা। আবাস যোজনা ঘরের টাকার কাটমানি না পাওয়াতেই অন্যজনের একাউন্টে ঘরের টাকা দিয়ে তা তিনি আত্মসাত করেছেন।”
ইতিমধ্যেই ঘটনার কথা জানিয়ে ওই বৃদ্ধা মালদা জেলা শাসক এবং বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

Next Article