NCW: ডিজিকে চিঠি রেখা শর্মার, মালদহের ঘটনায় ৪ দিনের মধ্যে রিপোর্ট তলব

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Feb 24, 2024 | 11:35 PM

Maldah: শনিবারই জাতীয় মহিলা কমিশনের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই লেখা হয়েছে, 'এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। একটি নতুন ঘটনা জানতে পেরেছি। মালদহে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ডিজিপিকে চিঠি দিয়েছেন।

NCW: ডিজিকে চিঠি রেখা শর্মার, মালদহের ঘটনায় ৪ দিনের মধ্যে রিপোর্ট তলব
রেখা শর্মা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: মালদহের ঘটনায় চারদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। সেইসঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। মালদহে একটি মহিলার দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের ঘটনা বলেই অভিযোগ। তারপরই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেন রেখা শর্মা।

শনিবারই জাতীয় মহিলা কমিশনের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই লেখা হয়েছে, ‘এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। একটি নতুন ঘটনা জানতে পেরেছি। মালদহে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ডিজিপিকে চিঠি দিয়েছেন। দোষীদের শাস্তির পাশাপাশি ৪ দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।’

চলতি বছরে মালদহে একাধিক ঘটনা ঘটেছে। ৩১ জানুয়ারি পঞ্চম শ্রেণির এক ছাত্রীর আলদা আলাদা জায়গায় উদ্ধার হয় গলা ও মাথা। নির্মম খুনের ঘটনা ঘটে ইংরেজবাজারে। ৮ ফেব্রুয়ারি মানিকচকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে এক দশম শ্রেণির ছাত্রীকে নিগ্রহের অভিযোগ ওঠে। অচৈতন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

১৫ ফেব্রুয়ারি মোথাবাড়িতে ভুট্টা ক্ষেতে যুবতীর বিবস্ত্র ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। আগের দিন রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। ধর্ষণের পর খুন বলে অভিযোগ ওঠে। এরইমধ্যে আবার শুক্রবার বৈষ্ণবনগর থানা এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। পরিবারের সন্দেহ, যৌন নির্যাতনের পর খুন করা হয় ওই মহিলাকে। অন্যদিকে পুরাতন মালদহ ব্লকের ভাবুক অঞ্চলের বিষনপুর এলাকায় পরিত্যক্ত ইটভাটা থেকে নবম শ্রেণির এক ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।

Next Article