Maldah: রাস্তার উদ্বোধন করবেন কে? জোটের সঙ্গে TMC-র হাতাহাতিতে আহত বিডিও

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 02, 2024 | 6:42 PM

Maldah: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানন্দপুরে পথশ্রী প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ২৬০ মিটার রাস্তা ঢালাইয়ের অনুষ্ঠান ছিল শনিবার। তৃণমূলের পক্ষ থেকে রাস্তা উদ্বোধনের জন্য সেখানে পৌঁছন জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য রবিউল ইসলাম,জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন সহ অঞ্চল তৃণমূলের সভাপতি এবং নেতা-কর্মীরা।

Maldah: রাস্তার উদ্বোধন করবেন কে? জোটের সঙ্গে TMC-র হাতাহাতিতে আহত বিডিও
আহত বিডিও
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: রাস্তার শিলান্যাসকে করবে? এই নিয়ে তুমুল অশান্ত মালদহ। তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত খোদ বিডিও। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আইসির নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। এক অপরকে হেনস্থার অভিযোগ তুলছে দু’পক্ষই।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানন্দপুরে পথশ্রী প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ২৬০ মিটার রাস্তা ঢালাইয়ের অনুষ্ঠান ছিল শনিবার। তৃণমূলের পক্ষ থেকে রাস্তা উদ্বোধনের জন্য সেখানে পৌঁছন জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য রবিউল ইসলাম,জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন সহ অঞ্চল তৃণমূলের সভাপতি এবং নেতা-কর্মীরা। এদিকে, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এবং বরুই গ্রাম পঞ্চায়েত রয়েছে কংগ্রেস সিপিএম জোটের দখলে। যার ফলে উদ্বোধন নিয়ে শুরু হয় তরজা।

অন্যদিকে কংগ্রেস সিপিএম জোটের পক্ষ থেকে রাস্তা উদ্বোধনের জন্য আসেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের সহ স্থানীয় নেতা কর্মীরা। আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলও। কে করবে উদ্বোধন এই নিয়ে তৃণমূলের সঙ্গে জোটের বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি। এবং ধস্তাধস্তি। কার্যত রণক্ষেত্র হয়ে উঠে পরিস্থিতি। বিডিও সেই পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁর হাত কেটে যায় বলে খবর। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজমেরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের দাবি এই পথশ্রী প্রকল্পের রাস্তা মুখ্যমন্ত্রীর কাজ। তাই তাদের জন-প্রতিনিধি এবং নেতৃত্বরা উদ্বোধনে গিয়েছিলেন।এখানে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কোনও ভূমিকা নেই। অপরদিকে, জোটের নেতা-কর্মীদের দাবি, তৃণমূলের জন্য বিডিও-র আঘাত লেগেছে। পাল্টা তৃণমূল অভিযোগ উড়িয়েছে।

 

 

Next Article