মালদহ: রাস্তা পার হচ্ছিল মন্ত্রীর গাড়ি। সেই সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটো। তড়িঘড়ি গাড়ি নেমে আসেন খোদ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আহত টোটো চালক এবং এক মহিলাকে যাত্রীকে উদ্ধার করে পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
মালদহের ইংরেজবাজার থানার সাতটারি এলাকার ঘটনা। জানা গিয়েছে, মোথাবাড়ি থানার বাঙাটোলা এলাকা থেকে একটি টোটোতে করে টোটো চালকসহ ২ যাত্রী অমৃতির দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গাড়ি যখন রাস্তা পেরোচ্ছে তখনই সাতটারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানেই উল্টে যায় টোটোটি।
আহত টোটো যাত্রীর নাম সুমি সরকার (২২)। বাড়ি ইংরেজবাজার থানার কামাত বলরামপুর এলাকায়। অপরদিকে, টোটো চালকের নাম লক্ষণ মণ্ডল। বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা চাঁদপাড়া এলাকায়। আহত দু’জনকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।