Mausam Noor: চার দেওয়ালেই গুটিয়ে তৃণমূলের মৌসম! কোথায় গেল অনুগামীরা? টিকিট না পেয়ে বলেই ফেললেন ‘সত্যিটা’

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 21, 2024 | 1:38 PM

TMC Candidate Mausam Noor: ২০১৯ সালের নির্বাচনে মালদা উত্তরের তৃণমূল প্রার্থী ছিলেন মৌসম। তবে বিজেপি-র খগেন মুর্মুর কাছে হারতে হয় তাঁকে। এই বছর দল আর প্রার্থী করেননি। কানাঘুষো শোনা যাচ্ছে তারপর থেকেই নিজেকে গুটিয়েছেন তিনি। মৌসম নিজেও জানালেন, "আমি উত্তর মালদহর দুবারের সাংসদ। অবশ্যই আমার প্রত্যাশা ছিল।"

Mausam Noor: চার দেওয়ালেই গুটিয়ে তৃণমূলের মৌসম! কোথায় গেল অনুগামীরা? টিকিট না পেয়ে বলেই ফেললেন সত্যিটা
মৌসম নুর
Image Credit source: Facebook

Follow Us

মালদহ: হতাশ মৌসম। প্রত্যাশিত টিকিট না পেয়ে চার দেওয়ালে আটকে রেখেছেন তৃণমূল নেত্রী মৌসম নুর। শুধু হতাশ নন, কার্যত নি:সঙ্গ। একলা। কোতোয়ালির বাড়িতে কেমন যেন নিজেকে গুটিয়ে রেখেছেন, সঙ্গে নেই অনুগামীও। ভোটের দামামা যেখানে বেজে গিয়েছে, তৃণমূল নেতা কর্মীরা ভোর থেকে রাত ব্যস্ত। সেখানে এখনো ঘরেই গুটিয়ে রয়েছেন মৌসম। তবে তৃণমূল নেত্রী জানালেন, তাঁর জ্বর হয়েছিল। সেই কারণেই বাড়িতে ছিলেন।

২০১৯ সালের নির্বাচনে মালদা উত্তরের তৃণমূল প্রার্থী ছিলেন মৌসম। তবে বিজেপি-র খগেন মুর্মুর কাছে হারতে হয় তাঁকে। এই বছর দল আর প্রার্থী করেননি। কানাঘুষো শোনা যাচ্ছে তারপর থেকেই নিজেকে গুটিয়েছেন তিনি। মৌসম নিজেও জানালেন, “আমি উত্তর মালদহর দুবারের সাংসদ। অবশ্যই আমার প্রত্যাশা ছিল। যেহেতু একই পরিবার থেকে দু’জন দাঁড়িয়েছিলাম সেই কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়। আমি ভেবেছিলাম টিকিট পেলে জিতব। বিজেপিকে হারাব ভেবেছিলাম। তবে প্রসূণ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে দল। ভাল কথা। কিন্তু দলের একজন সৈনিক হিসাবে সেই সিদ্ধান্তকে মেনে নিতে হবে।”

যদিও জেলা জুড়ে এটা গুঞ্জন কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলেন। চেয়েছিলেন কংগ্রেসের উত্তর মালদার প্রার্থী হতে। কিন্তু মৌসমকে ফিরিয়ে দিয়েছে কংগ্রেস। এরপরেই আরও হতাশ হয়ে ফিরে আসেন মালদায়। যদিও এসবই ভিত্তিহীন বলে দাবি মৌসমের। কিন্তু তৃণমূলের অন্দরে এই খবরই এখন রয়েছে যার জেরে মৌসমের সঙ্গ ছেড়েছে তাঁর অনুগামীরাও।

Next Article