Ration dealer kidnap: যেন সিনেমা! মুখে কালো কাপড় বেঁধে রেশন ডিলারকে গাড়িতে তুলেই চম্পট দুষ্কৃতীদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2021 | 8:59 AM

Malda: মুক্তিপণ হিসেবে ২৫ লক্ষ টাকা দাবি করে তারা।

Ration dealer kidnap: যেন সিনেমা! মুখে কালো কাপড় বেঁধে রেশন ডিলারকে গাড়িতে তুলেই চম্পট দুষ্কৃতীদের
অপহরণকারী

Follow Us

মালদা: দেখলে মনে হবে যেন সিনেমার গল্প। মুখে কালো কাপড় বেঁধে অপহরণ রেশন ডিলারকে। তারপর মুক্তিপণ দাবি। পরে প্রত্যন্ত এক নদীর চর থেকে উদ্ধার করা হল তাকে।

সূত্রের খবর, অপহৃত রেশন ডিলারের নাম অমিত চৌধুরী। তাঁর ইংরেজবাজারের কাজিগ্রামে একটি রেশন দোকান ছিল। প্রতিদিনের মতোই দোকানে গিয়েছিলেন অমিত চৌধুরী। রাতে দোকান বন্ধ করে বাড়ির জন্য রওনা দিতে যান তিনি। রীতিমত সিনেমার কায়দায় মুখ ঢেকে অমিতবাবুকে অপহরণ করে পাঁচ দুষ্কৃতীর একটি দল।

জানা গিয়েছে, রাস্তায় প্রথমে তাঁর বাইকে ধাক্কা মারে দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই মুখ ঢাকা পাঁচজন গাড়িতে তুলে চম্পট দেয় তাঁকে। এরপর পরিবারের কাছে প্রায় ২৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে তারা।

পুলিশ জানিয়েছে, অমিত চৌধুরীকে প্রথমে কালিয়াচক,পরে সেখান থেকে মোথা বাড়ি সহ প্রত্যন্ত জায়গায় লুকিয়ে রাখে অভিযুক্তরা। একদম শেষে নদীর চরে নিয়ে গিয়ে রাখে তারা। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে পুলিশ।

অপহৃত রেশন ডিলার জানান, “আমি গত শনিবার আমার গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম। সেই সময় চণ্ডিপুরের কাছে আমায় কয়েকজন টেনে হিচড়ে গাড়িতে তোলে। তারপর বিভিন্ন জঙ্গলে রেখে দেয় ওরা আমায়। আমার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে ওরা। গতকাল পুলিশ নদীর চর থেকে আমায় উদ্ধার করে।” ঘটনায় পুলিশ কমিশনার প্রশান্ত দেবনাথ জানান, “আমরা একটি অপহরণের খবর পাইয সেই মতোই আমাদের দল কাজে লেগে পড়ে। ক্রমাগত অপরাধীদের ফোনের লোকেশন ও টাওয়ার আমরা ট্রাক করতে থাকি। তারপরই খোঁজ পাই ব্যক্তির। গতকাল নদীর চর থেকে উদ্ধার করে পুলিশের একটি দল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অর্থের লোভের কারণেই এই অপহরণ। তবে এর পিছনে আর কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছি আমার। ইতিমধ্যে একজন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।”

আরও পড়ুন: Weather Update: বৃষ্টি নাকি কমবে তাপমাত্রা? আজ থেকে কলকাতার আবহাওয়ায় কীরকম পরিবর্তন?

 

Next Article