মালদহ : খাবারে পচা ডিম। আর তা খেয়েই অসুস্থ শিশুরা। এমন পচা ডিম দেখে রীতিমতো ক্ষুব্ধ অভিভাবকেরা। তাঁদের দাবি, দিনের পর দিন এভাবে নিম্নমানের খাবার দেওয়া হয়। ডিম ছুড়ে ফেলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম-পূর্ব রাড়িয়াল বুথের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে শুক্রবার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিয়ে খুবই তৎপর। তা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা।
শুক্রবার শিশুরা অসুস্থ হয়ে যাওয়ার পরই খাবারের মান যাচাই করতে ছুটে যান অভিভাবকেরা। পচা ডিম ফেলে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। সিডিপিওর কানে খবর পৌঁছতেই অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী লিলা দাসের বিরুদ্ধে।
লীলা দাস পচা ডিম দেওয়ার কথাটি স্বীকারও করেছেন। তবে সরাসরি দায় চাপিয়েছেন অঙ্গনওয়াড়ি সেন্টারের রাঁধুনির ওপর। তাঁর দাবি, রান্না করার সময় যখন বোঝা গেল, তখনই রান্না বন্ধ করে দেওয়া উচিত ছিল। পেটি ভর্তি ডিম খারাপ ছিল বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বরাবরই নিম্নমানের খাবার দেওয়া হয়। এর আগে মাস দুয়েক আগেও ওই সেন্টারের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও কাঁচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। বারবার অভিযোগ জানিয়েও কোনও সমাধান হচ্ছে না বলে অভিযোগ। সেন্টার থেকে দুর্গন্ধযুক্ত পচা ডিম দেওয়া হচ্ছিল,যা মুখে তোলা যায় না বলেই দাবি অভিভাবকদের।
ব্লক তৃণমূল সভাপতি মানিক দাসকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয়েই তৎপর। নিজে নজর রাখেন সবদিকে। আইসিডিএস নিয়েও তৎপর তিনি। তা সত্ত্বেও কী ভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।