মালদা: পঞ্চায়েতে ১০০ দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করায় বিজেপি (BJP) কর্মীর মাথা থেঁতলে খুনের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল (Trinamool Congress) পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগ পরিবারের। মৃতের নাম ধনঞ্জয় সরকার। তাঁর বাড়ি মালদার গাজলের বহিরগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খোসলামারি গ্রামে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার (Malda) গাজোলে। এদিন ধনঞ্জয় সরকারের পরিবারের সঙ্গে দেখা করলেন জেলা বিজেপির প্রতিনিধি দল। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা।
প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় গ্রামের পাশে একটি বাগানে ধনঞ্জয়কে পাওয়া যায়। স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়। গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরিবারের সদস্যদের দাবি ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেছিলেন ধনঞ্জয়। যা নিয়ে মামলাও চলছে। আর সে কারণেই এই খুন বলে অভিযোগ তাঁদের। যদিও প্রধান সুবোধ সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
মৃত বিজেপি কর্মীর ছেলে পরিতোষ সরকার বলেন, “প্রধানই এই কাজটি করিয়েছে। হাঁসোয়া দিয়ে কোপ মেরে খুন করিয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছে। আমরা সুবিচার চাই। এটাই প্রশাসনের কাছে আশা করছি। দোষীদের সাজা চাইছি।” তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, “একটা মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। অনেকের নামে অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করছে। যে দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”