AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Illegal narcotics trafficking: স্টেশনে ফুট ওভার ব্রিজের কাছে ঘোরাঘুরি করছিল ২ যুবক, তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ RPF-র

Illegal narcotics trafficking: আরপিএফ ওই দুই যুবককে গ্রেফতার করে। তাদের নাম রিহান রেজা ও মহম্মদ তালিব রেজা। বছর আঠারোর রিহান ও বছর সাতাশের তালিবের বাড়ি বিহারে। তারা এই মাদক কাকে দিতে আসছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ২ জনকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

Illegal narcotics trafficking: স্টেশনে ফুট ওভার ব্রিজের কাছে ঘোরাঘুরি করছিল ২ যুবক, তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ RPF-র
এক কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার করা হয়েছে ২ জনকেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 9:30 PM
Share

মালদহ: সন্দেহজনক গতিবিধি। তা দেখে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালাতেই বেরিয়ে এল আসল তথ্য। মালদহ টাউন স্টেশনে বড়সড় মাদক পাচারের ছক বানচাল করল আরপিএফ(RPF)। গ্রেফতার করা হল দুই যুবককে। তাদের কাছ থেকে ২০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ১.০১ কোটি টাকা।

আরপিএফ জানিয়েছে, সোমবার স্টেশনে আরপিএফ জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেইসময় মালদহ টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভারব্রিজের সামনে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে আরপিএফ। তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় দু’জনের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়।

তল্লাশি চালানোর সময় একটি প্যাকেট পায় আরপিএফ। আর ওই প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় আরপিএফ জওয়ানদের। প্যাকেটের মধ্যে ছিল ২০৩ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য ১০১ কোটির বেশি।

আরপিএফ ওই দুই যুবককে গ্রেফতার করে। তাদের নাম রিহান রেজা ও মহম্মদ তালিব রেজা। বছর আঠারোর রিহান ও বছর সাতাশের তালিবের বাড়ি বিহারে। তারা এই মাদক কাকে দিতে আসছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ২ জনকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

তিনদিন আগেই উত্তরবঙ্গ এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ১২১ কেজির ৬টি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে রেলপুলিশ। যার মূল্য কমপক্ষে ২৪ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় ৮ জনকে। তার মধ্যে ২ জন মহিলাও রয়েছে। রেলপুলিশ জানিয়েছে, স্টেশনে মাদক পাচার রুখতে সবসময় সজাগ রয়েছে তারা।