মালদা: আগে রাস্তা,পরে ভোট। রাস্তা না হলে নেতারা গ্রামে ঢুকতে এলে ঝাঁটা নিয়ে তাড়া করবেন গ্রামবাসীরা এমনই হুঁশিয়ারি গ্রামবাসীদের। পাশাপাশি ভোট বয়কটের ডাক। মালদার (Malda) চাঁচল ১ ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বঙ্গুয়া গ্রাম। এই গ্রামে দীর্ঘ বঞ্চনার অভিযোগ, নেই রাস্তা, নেই পথ বাতি। একের পর এক নির্বাচন আসে সরকার গঠন হয় কিন্তু বঞ্চনার অভিযোগ জমতেই থাকে বঙ্গুয়া গ্রামের সাধারণ মানুষের মধ্যে।
অভিযোগ, গ্রামে ঢোকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। লাল মাটির ধূসর রাস্তা। রাস্তার মাঝে মাঝে তৈরি হয়েছে বড় গর্ত। বেরিয়ে এসেছে ইঁট। এবড় খেবড়ো বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হন গ্রামবাসী। এই রাস্তা এক দুটি গ্রামের নয় ১০ টি গ্রামের যাতায়াতের একমাত্র ভরসা।
অন্যান্য সময় ঝুঁকির সঙ্গে যাতায়াত করা গেলেও বর্ষার মরশুমে এই রাস্তায় পা রাখা দায়। একটু বৃষ্টি হলে রাস্তা যেন চাষের জমিতে পরিণত হয়। রাত বিরেতে কোনও পথ বাতি না থাকার কারণে সূর্যাস্তের পর গ্রাম থেকে বের হন না গ্রামের বউ ও মেয়েরা। রাস্তায় পথবতি না থাকার কারণে রাতের অন্ধকারে হরদম ঘটে চলেছে ছিনতাই ও দুষ্কৃতি দৌরাত্ম। রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের বিভিন্ন দরবারে আরজি জানিয়েও মেলেনি সুরাহা। নানা টালবাহানের মধ্যে আজও অধরা ১০ টি গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা। এই বিষয়ে ব্লক সভাপতি বলেন, “খুব দ্রুত কাজ শুরু হবে। রাস্তারও টেন্ডার হবে। কেন কাজ হয়নি পঞ্চায়েত খতিয়ে দেখবে।”