Water: আচমকাই জলের তোড়ে ভাসছে রাস্তা, ঘরও জল থই থই, রাস্তায় নেমে এল গোটা এলাকা…

Subhotosh Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Feb 14, 2023 | 7:44 AM

Malda: যেহেতু পাইপ লাইন ফেটে গিয়ে এই জলযন্ত্রণা। ফলে তা সামাল দিতেও হিমশিম খেতে হয় এলাকার লোকজনকে।

Water: আচমকাই জলের তোড়ে ভাসছে রাস্তা, ঘরও জল থই থই, রাস্তায় নেমে এল গোটা এলাকা...
এভাবেই ভাসছে রাস্তা।

Follow Us

মালদহ: কোথাও কোনও বৃষ্টি নেই, নেই কোটালের টান। এরইমধ্যে রাস্তা, রাস্তার ধারের দোকান, বাড়ি ভাসছে জলে। সোমবার রাতে কার্যত জল থইথই মালদা শহরের একাংশ। এমনকী ঘরে, ঘরে ঢুকে পড়ে জল। কীভাবে এই জল আসছে, তা নিয়ে যখন এলাকার লোকজনের হইচই। হঠাৎ দেখা গেল এলাকায় একটি পাইপ ফেটে এই বিপত্তি। পুরসভার পানীয় জলের পাইপ লাইন ফেটে যাওয়ায় ভেসে যায় পথঘাট। মালদহের সুকান্ত মোড়ের কাছে বিস্তীর্ণ এলাকা ভাসছে। দোকানবাজারে জল। এমনকী আশেপাশের এলাকায়ও ঘরের মধ্যে জল ঢুকে পড়ে।

যেহেতু পাইপ লাইন ফেটে গিয়ে এই জলযন্ত্রণা। ফলে তা সামাল দিতেও হিমশিম খেতে হয় এলাকার লোকজনকে। এদিকে এত রাতে পুরকর্মী পাওয়াও মুশকিল। এদিকে জলের তোড় দেখে মনে হচ্ছে যেন বান এসে গিয়েছে এলাকায়। চরম নাজেহাল হতে হয় এলাকার বাসিন্দাদের। বিপাকে পড়েন পথযাত্রীরাও।

খবর দেওয়া হয়েছে ইংরেজবাজার পুরসভায়। খবর পেয়েই এলাকায় ছুটে যান পুরকর্মীরা। এক প্রত্যক্ষদর্শী জানান, এদিনই এলাকায় পাইপ লাইনের কাজ হয়েছে। এরপরই জল ছাড়া হয়। তাঁর কথায়, “জল ছাড়ার সময় পাইপ ফেটে যায়। এরপরই রাস্তা ভেসে যায় জলে। বাড়ি বাড়ি জল ঢুকে গিয়েছে।” যদি অনেক রাত অবধি এই সমস্যা চলে বলে সূত্রের খবর।

Next Article