মালদহ: কথায় বলে বিষয়ের বিষ। সামান্য গোয়ালঘর তৈরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা। আর তাই গড়াল খুনোখুনির পর্যায়ে। জায়গা নিয়ে বিবাদের জেরে দুই ভাইকে কুপিয়ে খুন করল প্রতিবেশী! দিনেদুপুরে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানা এলাকায়।
রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। ছটফট করছেন দুই ভাই। কিন্তু তাঁদের এগিয়ে আসার সাহস পাচ্ছেন না কেউ। সামান্য গোয়ালঘর তৈরি নিয়ে বিবাদের সূত্রপাতের একইসঙ্গে দুই ভাইকে খুন করে রাস্তায় ফেলে রাখার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের কানাইনগর গ্রামে।
জানা গিয়েছে, শুক্রবার বিকালে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় হতচকিত গ্রামবাসী। মৃত দুই ভাইয়ের নাম সুদাম ঘোষ ও বিধান ঘোষ। অভিযুক্তরা ঘর ছেড়ে পরিবার সহ পলাতক বলে খবর। তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, কানাইনগর গ্রামে দুই ভাইয়ের প্রতিবেশী নিখিল ঘোষ ও তাঁর ছেলে বিক্রম ঘোষ জোর করে তাঁদের জায়গা দখল করে বেড়া দিয়ে গোয়ালঘর তৈরি করছিল। সেই বেড়া দেওয়া নিয়ে সপ্তাহ খানেক আগে তাঁদের মধ্যে বিবাদ হয়। মৃত দুই ভাইয়ের বাবাকেও তখন মারধর করে অভিযুক্তরা। সেই ঘটনার পর পুলিশ আসে। মামলাও দায়ের হয়। ওই আক্রান্ত ব্যক্তি হাসপাতালেও কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন।
এরপর থেকেই বিবাদ বাড়তে থাকে দুই পরিবারের। তারপরপ এদিনের চরম পরিণতি। স্থানীয় সূত্রে খবর, এদিন দুই প্রতিবেশীর মধ্যে ফের বচসা শুরু হয়। আচমকাই পরিবারের মহিলা সহ সুদাম ও বিধানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় নিখিল ঘোষ ও তার ছেলে বিক্রম।
দুই ভাইকে ঘিরে ধরে প্রকাশ্যে ধারলো অস্ত্র দিয়ে কোপের পর কোপ মারতে থাকে তারা। সে সময় নিরস্ত্র সুদাম ও বিধান কোনও প্রতিরোধ করতে পারেননি। ক্ষত বিক্ষত ও রক্তাক্ত দুটি দেহ রাস্তায় লুটিয়ে পড়ে। হতচকিত হয়ে যায় আশেপাশের অনেকেই। কিন্তু বাধা দেওয়ার সাহস ছিল না কারওরই। এরপরেই অভিযুক্ত পরিবারের সবাই মিলে গ্রাম ছেড়ে পালায় বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে পুলিশ যতক্ষণে এসেছে তার অনেক আগেই এলাকা ছেড়ে চলে গিয়েছে অভিযুক্তরা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে দিনেদুপুরে এমন হিংসার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এখন এলাকা টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। আরও পড়ুন: পরাজয়ের জেরেই পদত্যাগ! অনুব্রতর অঙ্গুলিহেলনেই দুবরাজপুরে তৃণমূলের রদবদল?