Malda Murder : খুবলে নেওয়া হয়েছে চোখ, ভোঁ ভোঁ করছে পোকা; ভুট্টা ক্ষেতে পড়ে অজ্ঞাতপরিচয় ব্যাক্তির দেহ

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Feb 17, 2023 | 9:13 PM

Malda Murder : মালদায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার, খুনের অভিযোগ।

Malda Murder : খুবলে নেওয়া হয়েছে চোখ, ভোঁ ভোঁ করছে পোকা; ভুট্টা ক্ষেতে পড়ে অজ্ঞাতপরিচয় ব্যাক্তির দেহ
মালদায় উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ

Follow Us

মালদা : চোখ খুবলে কুপিয়ে খুন (Murder)! বাংলা-বিহার সীমান্তবর্তী (West Bengal-Bihar Border) গ্রামে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক চাঞ্চল্য মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারোল গ্রামে। সূত্রের খবর, এদিন গ্রামের একটি ভুট্টা ক্ষেতে পাতা তুলতে যান স্থানীয় এক মহিলা। তখনই তিনি দেখতে পান ওই ভুট্টা ক্ষেতের মাঝখানে পড়ে রয়েছে একটা মৃতদেহ। তবে মৃতের চেহারা দেখে শিউরে ওঠেন তিনি। দেখা যায় মৃতের গোটা শরীরেই পচন ধরেছে। তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। একইসঙ্গে মৃতের চোখও খুবলে নেওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় জমতে থাকে কৌতূহলী জনতার ভিড়। 

খবর পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আসেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গজমের। মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকাবাসীরা জানাচ্ছেন, মৃত ব্যক্তি তাঁদের এলাকার নয়। এই গ্রাম থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই বিহার। মনে করা হচ্ছে বিহারের কাউকে খুন করে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই রাস্তায় লোকের চলাচল কম। সেই সুযোগেই রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীদের অনুমান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রায় ৫ থেকে ৬ দিন আগে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। তারপরই ওই ভুট্টা ক্ষেতে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রনি বলেন, “এখানে এসে দেখি ভুট্টা ক্ষেতের মাঝখানে লাশ পড়ে রয়েছে। পুলিশেও খবর গিয়েছিল। পুলিশ এসেই লাশটা উদ্ধার করে। তবে লাশটার অবস্থা খুবই খারাপ ছিল। দুটি চোখই ছিল না। সে জায়গায় পোকাও ধরে গিয়েছে। দেখে মনে হচ্ছে লোকটার বয়স তিরিশের আশেপাশে। তবে ওর বাড়ি আমাদের এখানে নয়। কোথাকার লোক সেটাও বুঝতে পারছি না। তবে বিহারের লোক হতে পারে। পাশেই তো বিহারের বর্ডার। সেখান থেকে কেউ মেরে ফেলে দিয়ে যেতে পারে। আমাদের গ্রামে এ ধরনের ঘটনা আগে ঘটেনি। খুবই খারাপ লাগছে। আমরা দোষীর কড়া শাস্তির দাবি জানাচ্ছি।”  

Next Article