Malda: ৪৮ ঘণ্টার মধ্যে ফের ধর্ষণের অভিযোগ মালদহে, মানসিক ভারসাম্যহীন যুবতীর উপর চলল অকথ্য অত্যাচার
Malda: প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই হবিবপুরেই। অভিযোগ উঠেছিল এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। কাজ শেখানোর নামে চেম্বারে ডেকে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।
মালদহ: প্রতিবাদ-প্রতিরোধের ঢেউ দিকে দিকে। কিন্তু তারপরেও কী ফিরছে হুঁশ? বিগত কয়েকদিন ধরে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে ধর্ষণ, শ্লীলতাহানির খবর। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, ছবিটা সর্বত্র একই। এবার ফের ধর্ষণের অভিযোগ মালদহের হবিবপুরে। মানসিক ভারসাম্যহীন এক যুবতীর বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে হবিবপুর থানায়। অভিযোগ পেতেই অ্য়াকশনে নামে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তকে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই হবিবপুরেই। অভিযোগ উঠেছিল এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। কাজ শেখানোর নামে চেম্বারে ডেকে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছিল জনতা। কিন্তু, সেই হবিবপুরেই ৪৮ মধ্যে ফের আরও একটি ধর্ষণের ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে নাগরিক মহলে।
এদিন যে যুবতীর উপর নির্যাতন চলেছে তাঁর আত্মীয়রা জানাচ্ছেন, যুবতীর বাবা আগেই মারা গিয়েছেন। দাদা ভিন রাজ্যে কাজ করেন। কোনওমতে চলে সংসার। এদিন ঘটনার সময় বাড়িতে ছিল না যুবতীর মা। মাঠে কাজে গিয়েছিলেন। সেই সুযোগেই বাড়িতে ঢোকে অভিযুক্ত। মানসিক ভারসাম্যহীন যুবতীর উপর চালায় অকথ্য নির্যাতন। পরবর্তীতে ঘটনার কথা জানতে পেরেই হবিবপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবারে লোকজন। তারপরই মাঠে নামে পুলিশ।