Adult Picture on TMC FB Page: যুব তৃণমূলের ফেসবুক পেজে পর্নোগ্রাফি! মন্ত্রীর ছবি দিয়ে অশ্লীল পোস্ট

Subhotosh Bhattacharya | Edited By: অংশুমান গোস্বামী

Dec 16, 2023 | 11:39 PM

‘মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস’ নামের ফেসবুক পেজ থেকে শুক্রবার এবং শনিবার একই ধরনের পর্নোগ্রাফিক পোস্ট করা হয়েছে। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ি এলাকায়। ইতিমধ্যেই কালিয়াচকের ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন।

Adult Picture on TMC FB Page: যুব তৃণমূলের ফেসবুক পেজে পর্নোগ্রাফি! মন্ত্রীর ছবি দিয়ে অশ্লীল পোস্ট
তৃণমূলের পেজে অশ্লীল ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কালিয়াচক: তৃণমূলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে পর্নোগ্রাফি। এই ঘটনা নিয়ে শুক্রবার থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলার মোথাবাড়িতে। মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি থাকা তৃণমূল যুব কংগ্রেসের ফেসবুক পেজ থেকেই করা হয়েছে একাধিক পর্নোগ্রাফি সংক্রান্ত পোস্ট। ‘মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস’ নামের ফেসবুক পেজ থেকে শুক্রবার এবং শনিবার একই ধরনের পর্নোগ্রাফিক পোস্ট করা হয়েছে। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ি এলাকায়। ইতিমধ্যেই কালিয়াচকের ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনা ঘিরে মালদহ জেলার তৃণমূলের অন্দরে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। ঘটনা নিয়ে কালিয়াচক থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে। এই ঘটনার জন্য বিরোধীদের চক্রান্তকেই দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি এ বিষয়ে বলেছেন, “ভাবতে অবাক লাগছে। আমার ছবি ব্যবহার করে, তৃণমূলের নামে ফেক পেজ খুলে অশ্লীল ছবি পোস্ট করছে। আমরা এই নোংরা কাজের তীব্র নিন্দা করছি। আমি মনে করছি এটা বিরোধীদের চক্রান্ত। রাজনৈতিক লড়াই লড়তে না পেরে এ ধরনের কেচ্ছা করার চেষ্টা করেছে। আমাদের কালিয়াচকের সভাপতি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”

ফেসবুক পেজে পর্নোগ্রাফি পোস্ট নিয়ে তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মালদহ জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেছেন, “তৃণমূলে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে। তাঁদের মধ্যেই কেউ এই কাজ করেছে। আমরা এ রকম হীন কাজ করি না। এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই হয়েছে।”

Next Article