ভোটের আগে প্রাথমিক স্কুলে অস্ত্র মজুতের পরিকল্পনা! ধৃত ১

Mar 24, 2021 | 11:23 AM

ভোটে (West Bengal Assembly Election 2021) মালদায় (Maldah) সন্ত্রাস ছড়াতেই অস্ত্র মজুত করা হয়েছিল বলে অভিযোগ।

ভোটের আগে প্রাথমিক স্কুলে অস্ত্র মজুতের পরিকল্পনা! ধৃত ১
নিজস্ব ছবি

Follow Us

মালদা: প্রাথমিক স্কুলের ভিতরে অস্ত্র মজুতের পরিকল্পনা। তার আগেই জালে অভিযুক্ত। ভোটে (West Bengal Assembly Election 2021) সন্ত্রাস ছড়াতেই অস্ত্র মজুত করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার (Maldah) মোথাবাড়িতে। সন্দেহভাজন এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মেঘু শেখ।

মেথুর বাড়ি মোথাবাড়ির বাঙিটোলায়। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ। মালদার মোথাবাড়ির রবিরামটোলা প্রাথমিক স্কুলের মধ্যে অস্ত্র মজুত করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। জেরার মুখে ধৃত মেঘু তার অপর সঙ্গীর নাম জানিয়েছে। তার নাম হেজাব সেখ।

আরও পড়ুন: বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর রেশ কাটার আগেই ফের সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান

মোঠাবাড়ির পঞ্চানন্দপুরে হেজাবের বাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ প্রাথমিক স্কুলের সামনে পৌঁছতেই হেজাব পালিয়ে যায়। মেঘু ধরা পড়ে। হেজাবের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তাদের সঙ্গে বিহারের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। দুজনের বিরুদ্ধেই পুলিশের খাতায় আগে নাম রয়েছে।

Next Article