মালদহ: ষষ্ঠ দফার বিধানসভা ভোটে (West Bengal Assembly Election)- র দিনও মালদহে অশান্তি। বিজেপি প্রার্থীর পর এবার গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী (BJP Worker)। সামনে থেকে দুষ্কৃতীদের সাতটা গুলিতে প্রাণ হারালেন মালদহের কালিয়াচক থানারর শাহবাজপুর গ্রামের বিজেপি কর্মী। নির্মমভাবে খুন হলেন রাজেশ মণ্ডল নামে ওই বিজেপি কর্মী। মাত্র ২৫ বছর যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি করে হত্যা করেছে তাদের সমর্থককে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
রাজেশের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার গতকাল রাতে খাওয়া দাওয়র পর একটু বাইরে বেরিয়েছিলেন ছেলে। কিন্তু কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এর পর বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু হয়। ফোনে যোগাযোগের চেষ্টা করলে দেখা যায় ফোন বন্ধ। সারারাত একের পর এক আত্মীয় ও বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কোথাও পাওয়া যায়নি রাজেশকে।
অবশেষে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে মাত্র দুশো মিটার দূরে বাঁশবাগানে পাওয়া গেল রাজেশকে। কিন্তু মৃত অবস্থায়। গুলিতে ঝাঁঝরা শরীর দেখে শিউরে ওঠেন বাবা।
জানা গিয়েছে, মোট সাতটি গুলির চিহ্ন রয়েছে রাজেশের শরীরের। গলাতেও আঘাতের দাগ। যা থেকে অনুমান, শুধু শ্বাসরোধ করেই ক্ষান্ত হয়নি আততায়ীরা। পর পর সাতটা গুলি করা হয়েছে খুব কাছ থেকে। এদিন খবর পেয়ে ঘটনাস্থনে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দেহ। কালিয়াচক থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
আরও পড়ুন: তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতেই মৃত্যু ভাইয়ের, TV9 বাংলাকে বললেন আনন্দ বর্মণের দাদা
জয়ন্ত মণ্ডল জানান, গতকাল রাতে আমার দাদা এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরোয়। বাড়ি ফিরে না আসায় রাত একটা নাগাদ তাঁকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। আর এদিন বাড়ি থেকে দুশো মিটার দূরে পাওয়া গেল দাদার ক্ষতবিক্ষত শরীর!