মালদহ: দিল্লির সেলাই কারখানায় কাজ করে পেট চালান মালদহের (Malda) হরিশচন্দ্রপুর থানার সোহরাব আলী। ইচ্ছা ছিল কষ্টার্জিত টাকা জমিয়ে কিনবেন টোটো। বাড়ি ফিরে চালাবেন হরিশচন্দ্রপুরে। তারপর সেই টোটো চালিয়ে নতুন করে ধরবেন সংসারে হাল। দিল্লি থেকেই টাকা পাঠাতেন বাড়িতে। কিন্তু, তাঁর স্বপ্নে জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আশায় জল ঢেলে জমানো প্রায় লক্ষাধিক টাকা নিয়ে সোহরাব আলীর স্ত্রী রুবি বিবি পালিয়ে গিয়েছেন তাঁর প্রেমিকের সঙ্গে। নিয়ে গিয়েছেন সোনার গয়নাও। বাড়িতে ফেলে রেখে গিয়েছেন দুই পুত্র সন্তানকে। এদিকে রুবি বিবির শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ, দীর্ঘদিন থেকেই হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসাদপুরের এক যুবকের সঙ্গে পরকীয়ায় (Extramarital Affairs) জড়িছিলেন রুবি বিবি। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে ঝামেলাও হয়েছিল। তবে বর্তমানে সবকিছু ঠিকঠাক চললেও একেবারে কোলের ছেলেদের বাড়িতে ফিরে এভাবে কোনও মা কীভাবে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে পারেন তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না কেউ। ইতিমধ্য়েই এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।
ঘটনা প্রসঙ্গে রুবি বিবির শাশুড়ি সারাবানু জানান, “বৌমার সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল ছিল। কিন্তু হঠাৎ করে কেন ও এই ধরনের কাজ করল বুঝতে পারছি না। টাকা-পয়সার সঙ্গে আমার সোনার গয়নাও নিয়েও পালিয়ে গিয়েছে।” রুবি বিবির মা রাহেলা বিবি বলেন, “২০১১ সালে আমার মেয়ের সঙ্গে দেখাশোনা করে সোহরাবের বিয়ে হয়েছিল। প্রথম দিকে পরকীয়ার জন্য মেয়ের সঙ্গে ঝামেলা হত। কিন্তু পরে সব মিটমাট হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে মেয়ে এই ধরনের সিদ্ধান্ত কেন নিল পুলিশ তদন্ত করে দেখুক।”
এদিকে গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন রুবির স্বামী সোহরাব আলী। কার্যত আক্ষেপের সুরে তিনি বলেন, “এলাকার এক ছেলের সঙ্গে ও পরকীয়া সম্পর্কে আবদ্ধ হয়েছিল। আমি সাবধান করার পরে আমার স্ত্রী আমাকে বলেছিল ও ভালো হয়ে গিয়েছে, আর পরকীয়ায় জড়াবে না। কিন্তু এতদিন ধরে ওটা যে অভিনয় করে গিয়েছিল এখন সেটা বুঝলাম। আমার জমানো সমস্ত টাকাও নিয়ে চলে গেছে এখন কি করে টোটো কিনব। আবার আমাকে ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজই করতে হবে।”