কালো কাপড়ের ছাউনি, গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

সৌরভ পাল

|

Updated on: Apr 13, 2021 | 4:02 PM

গতকাল ১২ই এপ্রিল রাত ৮টা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়কে (Mamata Banerjee) তাঁর 'উষ্কানিমূলক' মন্তব্যের জেরে ২৪ঘন্টার জন্য 'ব্যান' করে নির্বাচন কমিশন (Election Commission of India)।

গতকাল ১২ই এপ্রিল রাত ৮টা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়কে (Mamata Banerjee) তাঁর ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে ২৪ঘন্টার জন্য ‘ব্যান’ করে নির্বাচন কমিশন (Election Commission of India)। আজ তাঁর প্রচারে উত্তরবঙ্গে  যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। বদলে আজ রাত ৮টায় ‘ব্যান’ উঠলে তিনি বারাসাত স্টেডিয়াম ও বিধাননগরে দুটি সভা করবেন তিনি। তবে আজ দুপুর ১২টা থেকে তিনি রেড রোডের কাছাকাছি মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেছেন। পূর্বে বিরোধী নেত্রী থাকাকালীন তিনি খোদ কলকাতার বুকে অনেকবার ধরনায় বসেছেন। কিন্তু এবারে তাঁর ধরনা বেশ একটু আলাদা। এই ধরনায় কোনো মঞ্চ করা হয়নি। রাস্তায় সবুজ কার্পেট পেতে ও মাথার উপরে কালো ছাউনি দিয়ে ধরনায় বসেছেন তিনি।

[embedyt] [/embedyt]

Published on: Apr 13, 2021 03:57 PM