দিনহাটা: ফের অশান্তির আঁচ দিনহাটায়! কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। শনিবার রাতে সাহেবগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। অন্যদিকে, এদিনের ঘটনাটি ‘লজ্জাজনক’ বলে টুইট করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ঘটনা প্রসঙ্গে এদিব রাতে সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, আজ বুড়িরহাটে গণ্ডগোলের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও ৩টি ধারাল অস্ত্র। এছাড়া বেশ কয়েকটি তীর, বাটুল এবং বেশ কিছু গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানান সিপি।
যদিও পুলিশ-প্রশাসনের মদতেই এদিনের হামলা হয়েছে বলে অভিযোগ বিজেপির। মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনার পর তাঁর সঙ্গে ওই মিছিলে থাকা অন্যান্য বিজেপি কর্মীদের বাড়ি-দোকানেও হামলা চালানো হয় এবং এলাকার পার্টি অফিসেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।
নির্বাচিত জনপ্রতিনিধির উপর হামলার ঘটনা আদতে ‘গণতন্ত্রের উপর আক্রমণ’ বলে টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। টুইটারে তিনি লিখেছেন, “আমার উপর টিএমসি গুন্ডাদের হামলা গণতন্ত্রের উপর আক্রমণ। গোটা দেশ দেখছে যে, TMC মদতপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের দ্বারা গণতন্ত্রকে কীভাবে পঙ্গু করা হচ্ছে। এটি রাজ্যের আইন-শৃঙ্খলার সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ। লজ্জাজনক!” টুইটের শেষে হ্যাজট্যাগ দিয়ে বেঙ্গলভায়োলেন্স লিখেছেন কোচবিহারের সাংসদ।
The attack on me by the TMC goons is an attack on democracy. The entire nation is watching how democracy is being crippled by TMC sponsored & supported terrorism. It is a proof of the complete failure of law and order in the state of West Bengal. Shame! #bengalviolence
— Nisith Pramanik (@NisithPramanik) February 25, 2023
যদিও এদিনের হামলা আদতে নিশীথ প্রামাণিকের চক্রান্ত এবং তিনিই বহিরাগত গুণ্ডা নিয়ে এসে মিছিলের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। তাঁর কথায়, “এটা নিশীথ প্রামাণিকের চক্রান্ত। তিনি ৩৬টি গাড়ি নিয়ে এলাকায় ঢুকেছেন। প্রত্যেকটি গাড়িতে বিভিন্ন জেলার সমাজবিরোধীরা রয়েছে। তারা পার্টি অফিস ভাঙচুর করেছে, বাইক ভাঙচুর করেছে, সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে।” এর জন্য পুলিশের উপরই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।