মুর্শিদাবাদের জলঙ্গিতে আল-কায়দা যোগ সন্দেহে এনআইএ-এর জালে ৩

Dec 22, 2020 | 12:10 PM

আপাতত বিএসএফ ক্যাম্পেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।

মুর্শিদাবাদের জলঙ্গিতে আল-কায়দা যোগ সন্দেহে এনআইএ-এর জালে ৩
এই বাড়ি থেকেই তিন জনকে আটক করা হয়

Follow Us

মুর্শিদাবাদ: ফের মুর্শিদাবাদে মিলল জঙ্গি-যোগ প্রমাণ। জলঙ্গিতে আল কায়দা(Al Qaeda)জঙ্গি সন্দেহে তিন জনকে আটক করেছে এনআইএ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতেই জলঙ্গির চার জায়গায় হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা।

ঘটনাস্থলের ছবি

তিন জনকেই জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। তদন্তের স্বার্থে নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। আপাতত বিএসএফ ক্যাম্পেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। সেটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বড়দিনের আগেই লন্ডন ফেরত যাত্রীর শরীরে করোনা জীবাণু, উদ্বিগ্ন স্বাস্থ্যমহল

গত কয়েক মাসে আল কায়েদা যোগে জলঙ্গি ও ডোমকল থেকে কয়েক জনকে গ্রেফতার করে এনআইএ। উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই বীরভূম থেকে জেএমবি জঙ্গি সন্দেহে এসটিএফ গ্রেফতার করে শেখ নাজিবুল্লা নামে এক ব্যক্তিকে। ধৃতের আইএস যোগেরও প্রমাণ মেলে। তার ল্যাপটপ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

Next Article