ঝোপের মধ্যে থেকে বেরিয়েছিল হাত, এলাকাবাসীরা দেখলেন পাড়ার মেয়ের নগ্ন দেহ!

Dec 10, 2020 | 2:09 PM

বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad)দৌলতাবাদের ছ'ঘড়ি এলাকা গৃহবধূর এই মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত গ্রামবাসীরা।

ঝোপের মধ্যে থেকে বেরিয়েছিল হাত, এলাকাবাসীরা দেখলেন পাড়ার মেয়ের নগ্ন দেহ!
গৃহবধূর নগ্ন দেহ উদ্ধার

Follow Us

মুর্শিদাবাদ: কুয়াশাচ্ছন্ন সকালে তখনও ব্যস্ততা শুরু হয়নি। রাস্তার ধারে ঝোপের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে থাকতে দেখেছিলেন পথচলতি সাধারণ মানুষ। উঁকি দিতেই চমকে ওঠেন তাঁরা। এ যে তাঁদের চেনা! কিন্তু এরকম অবস্থা কে করল! শীতের সকালে শরীরে ছিল না কোনও পোশাক। নগ্ন অবস্থাতেই পড়ে রয়েছেন ঝোপের মধ্যে। সংজ্ঞাহীন নাকি শরীরে প্রাণ নেই, বুঝতে পারছিলেন না কেউই। পরে পুলিস গিয়ে উদ্ধার করে দেহ। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad)দৌলতাবাদের ছ’ঘড়ি এলাকার গৃহবধূর এই মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জিলা খাতুন নামে ওই গৃহবধূ এলাকারই বাসিন্দা। পরিবারের দাবি, বুধবার রাতে বাপেরবাড়িতে বোনের পাশেই শুয়েছিলেন তিনি। বোনের বয়ান অনুযায়ী, সকালে যখন তাঁর ঘুম ভাঙে, তখন দেখেন তাঁর দিদি নেই। আশেপাশে কোথাও গিয়েছেন ভেবে প্রথমটায় বিশেষ আমল দেননি তিনি। পরে প্রতিবেশীদের কাছ থেকে তাঁর নগ্ন দেহ উদ্ধারের খবর পান।

আরও পড়ুন: ভাইপোর গুণ্ডারা পুলিসকে ভয় পায় না, মন্তব্য অভিষেক গড়ে ‘আক্রান্ত’ কৈলাসের

পরিবার সূত্রেই জানা গিয়েছে, বিয়ের আগে এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সঞ্জিলার। তবে বিয়ের থেকে তিনি আর ওই যুবকের সঙ্গে কোনও সম্পর্ক বা যোগাযোগ রাখেননি বলে দাবি পরিবারের। এই ঘটনার পিছনে ওই যুবকের আক্রোশ কাজ করেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিস।

 

Next Article