মুর্শিদাবাদ: ২৫ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ। আর এই অভিযোগ করেছেন খোদ শাসক দলের নেতা মাহে আলম। তাঁর দাবি, বিধায়ক হিন বড়ঞা ব্লকে পদের বিনিময়ে টাকার খেলা চলছে। তার এই মন্তব্যে কার্যত অস্বস্তিতে দল।
তৃণমূল নেতা বলেন, “প্রশাসনিক তরফে একটি রিপোর্ট আমি জানতে পেরেছি। এখানে পঞ্চায়েত সমিতি গঠনের ক্ষেত্রে ২৫ লক্ষ টাকার খেলা হয়েছিল। কে বা কারা নিয়েছে আমি জানি না। প্রশাসনিক একজন বড় কর্তা বিষয়টি আমায় জানিয়েছেন। এমনকী তিনি মুখ্যমন্ত্রীকেও জানাবেন বলেছেন।” এরপর মাহে আলম ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা নীতি-আদর্শ মেনে দল করি। এখানে দলের তরফে পনেরো জন সদস্য রয়েছেন। ৭ জন প্রধান ও ৩টি জেলা পরিষদ রয়েছে। তাহলে বড়োঞা ব্লকের ক্ষেত্রে এমন কেন হবে?”
বস্তুত, এই মাহে আলম একসময় বড়োঞা ব্লকের যুব সভাপতি ছিলেন। বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জেলে যাওয়ার পর তাঁর পদোন্নতি হয়। দায়িত্ব পান সহ-সভাপতি পদের। পঞ্চায়েত ভোটে তৃণমূল জেতার পর মাহে আলমের গোষ্ঠীর একজনের সভাপতি হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তৃণমূলেরই বিক্ষুব্ধরা বাম-কংগ্রেস-বিজেপি-র সমর্থন নিয়ে পঞ্চায়েত সমিতি সভাপতি ও সহকারি সভাপতি গঠন করে ফেলেন।