মুর্শিদাবাদ: বড়-বড় বাড়ি ভেঙে তলিয়ে যাচ্ছে গঙ্গার জলে। কোনটা আবার ঝুলছে। ভয়ঙ্কর এই চিত্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। যার জেরে আতঙ্কে এলাকার মানুষজন। ইতিমধ্যেই ঘর ছেড়েছেন অনেকে।
প্রতিবার বর্ষায় ভয়াল রূপ দেখা যায় গঙ্গার। গতবছরও আস্ত মন্দির তলিয়ে গিয়েছিল জলে। ভেঙেছিল প্রচুর ঘরবাড়ি। এবারও সেই একই ছবি। কয়েক বছর ধরেই অব্যহত গঙ্গাভাঙন।
যে এলাকায় ভাঙন হয়েছে, আজ থেকে চার বছর আগে সেই এলাকার ৫০০ মিটার দূরে গঙ্গার অবস্থান ছিল। ভাঙতে-ভাঙতে তা এখন আরও ভিতরে প্রবেশ করেছে। ভোটের আগে ভাঙন রোধে বিভিন্ন প্রতিশ্রুতি পেয়েছেন এলাকাবাসী। অভিযোগ, কাজের কাজ কিছুই হয়নি। স্বয়ং মুখ্যমন্ত্রী এই এলাকা ঘুরে গিয়েছেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অর্থ বরাদ্দের। কাজ কি আদৌ কিছু হল?
মুর্শিদাবাদ: বড়-বড় বাড়ি ভেঙে তলিয়ে যাচ্ছে গঙ্গার জলে। কোনটা আবার ঝুলছে। ভয়ঙ্কর এই চিত্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। যার জেরে আতঙ্কে এলাকার মানুষজন। ইতিমধ্যেই ঘর ছেড়েছেন অনেকে।
প্রতিবার বর্ষায় ভয়াল রূপ দেখা যায় গঙ্গার। গতবছরও আস্ত মন্দির তলিয়ে গিয়েছিল জলে। ভেঙেছিল প্রচুর ঘরবাড়ি। এবারও সেই একই ছবি। কয়েক বছর ধরেই অব্যহত গঙ্গাভাঙন।
যে এলাকায় ভাঙন হয়েছে, আজ থেকে চার বছর আগে সেই এলাকার ৫০০ মিটার দূরে গঙ্গার অবস্থান ছিল। ভাঙতে-ভাঙতে তা এখন আরও ভিতরে প্রবেশ করেছে। ভোটের আগে ভাঙন রোধে বিভিন্ন প্রতিশ্রুতি পেয়েছেন এলাকাবাসী। অভিযোগ, কাজের কাজ কিছুই হয়নি। স্বয়ং মুখ্যমন্ত্রী এই এলাকা ঘুরে গিয়েছেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অর্থ বরাদ্দের। কাজ কি আদৌ কিছু হল?